আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে ফিরে ক্যামেরন দম্পতি দেখলেন শিশুকন্যা ফেলে এসেছেন রেস্তোরাঁয়!

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! রবিবার সাপ্তাহিক ছুটির দিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার স্ত্রী সামান্থা ক্যামেরন তিন সন্তানকে নিয়ে যান কিছুটা সময় বাইরে কাটাতে। রেস্তোরাঁয় গিয়ে স্বামী-স্ত্রী ও সন্তানরা বেশ আয়েশ করে ভুরিভোজ করলেন। বাইরে দারুন সময় কাটিয়ে এবং পানাহার শেষে ঘরে ফেরেন। কিন্তু বাসায় ফেরার পর দেখেন সবাই ফিরে এলেও ৮ বছর বয়সী ছোট কন্যা ন্যান্সি নেই! গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস একথা স্বীকার করেছে।

খবর বিবিসির। বাসায় ফিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার স্ত্রী যখন কনিষ্ঠ মেয়েটি ছাড়া সবাইকে দেখতে পান তখন ভীষণ ভয় পেয়ে যান। তারা দ্রুত গিয়ে গাড়িতে খোঁজাখুজি করেন। কিন্তু সেখানে তার সন্ধান মেলে না। ঘটনার সময় তারা লন্ডন থেকে ৪০ মাইল দূরে বাকিংহ্যামশায়ারের চেকার্সের বাড়িতে ছিলেন।

‘প্লাউ ইন’ নামের ওই রেস্তোরাঁয় তারা যখন সময় কাটাতে যান সেখানে আরো দু’টি পরিবারের সদস্যরা ছিল। ক্যামেরন এবং তার স্ত্রী যখন রেস্তোরাঁটি ত্যাগ করেন তখন ন্যান্সি বাথরুমে ছিল। প্রধানমন্ত্রী এবং ফার্স্টলেডি খেয়াল করেননি যে সবাই গাড়িতে উঠলেও ন্যান্সি নেই। তাদের সঙ্গে দু’টি গাড়ি ছিল। তারা দুই গাড়িতেই ভাগাভাগি করে বসেছিলেন।

বাসায় গিয়ে খেয়াল হয় যে ছোট মেয়ে আসেনি। এখানে ওখানে খোজাখুঁজি করে ঘাম ছুটে যায় তাদের। শেষে ক্যামেরন রেস্তোরাঁয় ফোন করেন। সেখান থেকে জানানো হয় যে তারা মেয়েকে ফেলে গেছেন! সাথে সাথে ক্যামেরন নিজে ছুটে যান এবং ন্যান্সিকে সাথে নিয়ে ঘরে ফেরেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।