জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...
আ.লীগের সংসদীয় দলের বৈঠকে আলোচনা
১৭৫ আসনে অবস্থা ভালো, ৩০টি খুবই খারাপ
দলীয় সাংসদদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে। একই সঙ্গে জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের কথা বলা হয়েছে।
আজ সোমবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংসদদের এ পরামর্শ দেন। একাধিক দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে। ঘণ্টাব্যাপী এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভানেত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, শেখ হাসিনা সাংসদদের তাঁদের নির্বাচনী এলাকায় যোগাযোগ বাড়াতে নির্দেশ দেন। তিনি বলেন, নেতা-কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা মিটিয়ে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
সূত্র জানায়, বৈঠকে দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের সাংসদের আগ্নেয়াস্ত্র না দেখিয়ে নিজ সংসদীয় এলাকায় জনগণের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। সৈয়দ আশরাফ সাংসদদের সতর্ক করে দিয়ে বলেন, শুধু উন্নয়ন করলেই ভোট পাওয়া যায় না। জনগণের কাছে যেতে হয়।
তাদের সঙ্গে ভালো করে কথা বলতে হয়। সাংসদদের আচরণ পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ আশরাফ বলেন, আচরণের পরিবর্তন করতে হবে। দুর্ব্যবহার করে পিস্তল উঁচিয়ে ভোট পাওয়া যায় না। আঙুল উঁচিয়ে কথা বলবেন না। কর্মীদের পিস্তল দেখাবেন না।
পুলিশ দিয়ে জেলে পাঠাবেন না। মনে রাখতে হবে, কর্মীদের কারণে আজ আমরা এখানে আসতে পেরেছি।
সূত্র জানায়, বৈঠকে শেখ হাসিনা দলীয় সূত্র এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, তিনি জরিপ করিয়েছেন। এখন আওয়ামী লীগের যে আসন রয়েছে, তার মধ্যে ৩০টির অবস্থা খুবই খারাপ। প্রায় ৩০টি আসনে অর্ধেক সম্ভাবনা রয়েছে।
আর বাকিগুলোর অবস্থা ভালো। নির্বাচনের দেড় বছর বাকি আছে। এ অবস্থার কম-বেশি পরিবর্তন হতে পারে। তিনি জানান, প্রায় ১৭৫টি আসনে আওয়ামী লীগের অবস্থা ভালো।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।