আমাদের কথা খুঁজে নিন

   

১৭০ আসন ধরে রাখতে আশাবাদী আ. লীগ

মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। গত সংসদ নির্বাচনে জিতে আসা আসনের কমপক্ষে ১৭০টি আসন ধরে রাখার বিষয়ে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার দলটির সংসদীয় দলের এক বৈঠক শেষে নামপ্রকাশ না করার শর্তে সরকার দলীয় একাধিক সাংসদ জানান, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম ইঙ্গিত দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও দলীয় সাংসদদের একই নির্দেশ দেন বলে জানিয়েছেন তারা। সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সভাকক্ষে বিকাল ৪টা থেকে এক ঘণ্টার এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে একজন সাংসদ বলেন, “আমরা দলীয় সোর্স এবং গর্ভমেন্ট ইন্টেলিজেন্স দিয়ে সার্ভে করিয়েছি। এখানে ৩০টি আসনের অবস্থা নড়বড়ে। আরো ৩০টির অবস্থা ফিফটি-ফিফটি। ” প্রধানমন্ত্রী বলেন, “বাকিগুলোর অবস্থা ভালো। তবে নির্বাচনের দেড় বছর বাকি রয়েছে, এ অবস্থার কম-বেশি পরিবর্তন হতে পারে।

” ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩০টি আসনে জয়লাভ করে। সংবিধান অনুযায়ী ২০১৪ সালের ২৫ জানুয়ারির আগে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বলে সাংসদরা জানান। সাংসদদের তাদের নির্বাচনী এলাকার সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেন সংসদ নেতা। নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা মিটিয়ে ফেলে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করারও নির্দেশ দেন দলীয় প্রধান। বৈঠকের পর চিফ হুইপ আব্দুস শহীদ এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নচিত্র দেশবাসীর কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন।

” শহীদ বলেন, “নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। সংসদ নেতা যার যার এলাকায় তৎপরতা বাড়ানোর কথা বলেছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গেও সম্পৃক্ত হতে বলেছেন। ” সাংসদ সুবিদ আলী ভুঁইয়া বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা রাখেন’। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।