আমাদের কথা খুঁজে নিন

   

তবু নির্জনে বাস করি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব----------- এতগুলো মানুষের ভীড়, এই শহরে ; তবু নির্জনে বাস করি। এত রং আর উল্লাস, রাজপথে ; তবু সাদাকালা জীবনযাপন করি।

এত রমণীর উদ্দাত্ত খোলা আহবাণ ; সুলভে প্রেমের পশরা ! ডাবের পানির মতোন ফুটপাতে মেলে থাকে চোখ, তবু তৃঞ্চায় কাতরাই ! এত টাকা বাতাসে ওড়ে, এই শহরে ; অথচ আমি পড়ি বঙ্গবাজারের শার্ট, এত বিদেশী পারফিউমের গন্ধ রমণীর দেহলতায় ; অথচ আমার শরীর থেকে বেরুয় হেমন্তের ভেরেণ্ডার গন্ধ। এত ভালোবাসো তুমি, আমাকে ; অথচ এখনো একটি দামী শাড়ি তোমাকে দেয়া হয়নি এত কাছে থাকো তুমি আমার তবু যেন এতটুকু আপন হওনি। ২১.০৬.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।