আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ গুলো সব জড়োহয়ে সব আলো দেয় নিভিয়ে ।

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না। "তুমি ছায়া হয়ে থাক আমার পাশে সকল পথে , সকল কাজে! তুমি চাঁদ হয়ে থাক সারাটি রাত আমার খোলা জানালার ধারে! সকালে তুমি শিশির হয়ে স্পর্শ কর আমার শক্ত ঠোঁটে । । " ............ আমি নিজেকে খুঁজে পায় তোমার মাঝে । তুমি আমার স্বপ্নকুমারী।

যাহাকে আমি লালন করছি আমার অন্তরের গভীরে সহস্র রজনী ধরে। তুমি আমাকে ভালোবাসা দিতে পার আর নাই পার কিন্তু নীরব স্তব্ধতা থেকে মুক্তি দিতে পার! এক চিলতে রোদ এর আশায় স্বপ্নলোক থেকে আমার বের হয়ে আসা। যেখানে আমি গড়ে ছিলাম তোমায় নিয়ে আমার স্বপ্ন আবাদ। সেখানে তোমার আমার লাল-নীল সংসার। শরতের নীল আকাশে হঠাৎ মেঘের আনাগোনায় মেঘ গুলো সব জড়োহয়ে সব আলো দেয় নিভিয়ে ।

স্বপ্নভঙ্গের ব্যথা অনেক কষ্টের! জীবনে স্বপ্নটি যখন খুব কাছ থেকে হারিয়ে যায় মরীচিকার মত তখন নীরব স্তব্ধতা ছাড়া আর কিছুকেই সঙ্গী মনে হয় না। আমার গহীনের দীর্ঘশ্বাস গুলো যে শুধুই তোমার জন্য । কোন এক বৃষ্টিঝরা বিকেলে বাঁধা চুলে ছাতার নিছে নেভিব্লু স্কুল ড্রেসে দেখেছিলাম তোমায়। সে আমার প্রথম ভালোলাগা তোমায়। যদিও তোমায় দেখেছি আগেও অনেক।

তখন বুঝতে পারিনি এই ভালোলাগাটাই যে চিরদিন আমার ভালোবাসা হয়ে রবে। সেই থেকে তুমি আসবে বলে আমি স্বপ্ন বুনে যায়। আর একটি একটি করে দিন চলে যায়। কিন্তু অপেক্ষা অপেক্ষায় রয়ে যায়। ফীকে হয়ে আসা অন্ধকারে ছুটছি পিছু পিছু ফেলে আসা সৃতির মাঝে।

প্রতিদিন জন্ম মৃত্যুর মাঝে আমি কামনা করি আমি যেন হাজার বার জন্মে যেন তোমার ভালবাসায় মরতে পারি। ঠিক সেভাবেই দিন কেটে যায় ...... তোমার ভালোবাসায় আমার জন্ম হয় না কিন্তু তোমার ভালোবাসায় প্রতিদিন আমার মৃত্যু হয়। একটি সকাল হবেনা শুরু হয়ত তোমার সাথে , একটা দুপুর একটা বিকেল ঘুরবেনা হয়ত আমার সাথে ! তাই বলে কি স্বপ্ন গাঁথা হয়ে যাবে বন্ধ ? আমি ফিরে আসি বার বার সেই পুরানো রাস্তায়...... ধূলোমাখা সে রাস্তায় তোমার সৃতি খেলা করে তোমার প্রতিটি পদচিহ্নে..... ভালোবাসা বিবর্ণ পালক .... আমার চলার পথ এক অমীমাংসীত সমীকরণ । । বি.দ্র:- অনেক দিন পর লিখতে বসলাম ।

ভুলভ্রান্তি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন। ................................................................................................ আমার পূর্ববর্তী পোষ্ট :- খোলা জানালায় দাঁড়িয়ে সুদূর আকাশ থেকে কিছু রং এনে দাওনা। .................................................................................................  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।