আজকাল অনেক বিজ্ঞাপন দেখা যায় পত্রিকার পাতা উল্টালেই।
ইউরোপে উচ্চশিক্ষা অনেক অল্প খরচে।
স্বল্প সময়ে পি,আর পাওয়া।
কাজের সুবিধা।
যে গুলো সেনজেন দেশ না সেসব দেশ থেকে ছুটির সময় সেনজেন দেশ ভ্রমন ইত্যকার যাবতীয় জীভে জল আনা অফার দেখে অনেকই হুমড়ি খেয়ে পড়েন ।
অবশ্য তেতুল দেখালে ত এমন হবার ই কথা। চোখের সামনে যখন ইউরো ভাসে তখন বাংলা টাকা কে হাত মোছার টিস্যু মনে হয়। কাড়ি কাড়ি টাকা ঢেলে দিতে দ্বিধাবোধ করিনা কারন চোখের সামনে যে ইউরো মরীচিকা।
যাই হোক গেলে ও খরচ করবেন না গেলে ও করবেন যাওয়ার আশায়। তবে একটু ভেবে চিন্তে করুন।
ডিজিটাল ভাইরাস এখন হাতে হাতে একটু হাত কচলান দেখবেন ময়লা সরে হাত পরিষ্কার।
ইন্টারনেটের এত সহজলভ্যতা আগে কখনোই ছিলনা তাই এর সুফল নিতে পারি খুব সহজেই। বাচাতে পারি বাবার কষ্টর্জিত অনেক টাকা আর বাচতে পারি প্রতারনার হাত থেকে।
এখন কথা হচ্ছে আপনারা যদি ইউরোপে শিক্ষার জন্য যেতে চান যেকোন তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অষ্ট্রিয়াতে পড়ালেখা করেছি ,সেনজেন ভিসার সুবাদে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছি,আমার অভিজ্ঞতা গুলো হয়ত আপনাদের জীবন চলার ক্ষেত্রে কাজে লাগতে পারে।
আর প্রসেসিং এর জন্য সহযোগীতা চাইলে তাও করতে পারি তবে এ ক্ষেত্রে যা খরচ হবে আপনাকেই বহন করতে হবে।
০১৭৬৮ ৭৬৫ ২৫৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।