REHAB -বাংলাদেশ এ রিয়েল এস্টেট ব্যবসায়ী দের স্বার্থ নিয়ে Lobby করার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান টিকে চোর আর Fraud দের Club বলা যায়। গ্রাহকদের কে সংঘবদ্ধ ভাবে ঠকানোই এদের উদ্দেশ্য। এপার্টমেন্ট বা প্লট ক্রেতা দের একটা সংগঠন করা যায় না? "Apartment Buyers Association" এই নামে? যাদের উদ্দেশ্য হবে REHAB এবং REHAB মেম্বার এর দলকে Court এর মাধ্যমে শায়েস্তা করা? যারা ৫০ লক্ষ্য টাকা দিয়ে এপার্টমেন্ট বা জমি কিনেন, তাদের নিজেদের স্বার্থে ই আরো এক লক্ষ টাকা দিয়ে একটা সঙ্গঠন এর মেম্বার হওয়া, যা তাদেরকে অনেক হয়রানী থেকে রক্ষা করব। আমার মনে হয় অনেকেই এতে রাজি হবে। REHAB মেম্বারা প্লট বা এপার্টমেন্ট নিয়ে গ্রাহকদের সাথে প্রতারনা মুলক কর্মকান্ড করলেও REHAB গ্রাহকদের এই সন্ক্রান্ত কোন সহযোগিতা করে না। REHAB এবং এর মেম্বাররা প্রতিবছর রিয়েল এস্টেট মেলার আয়োজন করে থাকে, মেম্বার রা REHAB এর নাম ব্যবহার করে প্লট বা ফ্লাটের মার্কেটিং এর কাজ করে থাকে। সাধারন ক্রেতাগন প্রতারিত হন এই ভেবে, জমি বা ফ্লাট নিয়ে কোন সমস্যা হলে, REHAB সেটা সমাধান করবে, REHAB ক্রেতাদের কোনধরনের সমস্যা সমাধান করে না। -আউটকাস্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।