ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... আহ, এমনিতেই লেখার হাত নইক্কা আমার। তার উপর আমার গুরুর আদেশ ব্লগ লিখতে হইব। সামহোয়ারইন ব্লগ না। পুরোদস্তুর ইংলিশ ব্লগ। আমি তো এখন চোখে সরিষা দেখি - ইংলিশ তো ভালা পারি না।
বলবারও পারি না, লিখবারও না। পইড়তে গেলে সব লাইনের অর্থ বুঝি না - ভোকাবোলারি স্টক কম। শুইনা ৪০% বুঝি আর ৬০% বুঝি না। আমার অফিসের ফরেন ম্যানেজার তো এহন আর আমার লগে আর কতা কয় না। খালি স্কাইপি তে লিইখা দেয়।
টেকনিকেল কাজ করি বইলা টেকনিকেল লেখাগুলা বুঝি। ঘুইরা ফিইরা একই ওয়ার্ড। বিজনেস রিকোয়ার্মেন্ট গুলা আবার আরেকজনে আমারে ট্রান্সলেট কইরা দেয়। হেয় আবার আমার বিডি অফিসের মাথা। সুযোগ বুইঝা গত রিভিও মিটিংএ দিল আমারে বাশ মাইরা - আমার ইংলিশ প্রোফিসিয়েন্সি কম।
০ পাইছি।
যাই হোক। আমি তো আর কম চেষ্টা করতেছি না। গত ১০ বছর ধইরা ইংলিশ শিখার চেষ্টা চালায়ে যাইতেছি। একবার ১০০০০ ওয়ার্ডের এক চাইনিজ ভাইয়ের (না বইনের ঠিক জানি না) ডকুমেন্ট নিয়া বইসা পড়লাম।
ওয়ার্ডের অর্থ মুখস্ত করি। তবুও ঠিক জুইত পাইনা। ঐ ওয়ার্ড দিয়া বানানো সেন্টেন্স গুলার অর্থ কেমুন জানি খোয়া খোয়া লাগে। এক ছুডু ভাইয়ের লগে লজ্জা সরমের মাথা খায়া ব্যাপারডা শেয়ার করলাম। ছুডু ভাই আমার অনেক অনেক চিন্তা কইরা অনেক অনেক এক্সপেরিমেন্ট চালায়া কইলো আমার নাকি ইংলিশ গ্রামার এর যালাই ছুইটা গেছেগা।
ও মবিন কস কি? অহন আমারে গ্রামার শিহাইবো কেডা? বাপে তো ওপারে(আল্লহ্ ওনারে বেহেস্ত নসিব করুক - বড়ই ইমানদার মানুস ছিলেন। আমি আমার এই অনেস্ট বাপটারে নিয়া বড়ই গর্ব বোধ করি। )। বাপের কাছে আমার ইংলিশের টেনস্ নামে কি জানি একটা আছে ঐডার হাতেখরি(মানে হাতে ছড়ির বারির উদ্বোধন)। কিয়ের কি? বাপে কয় টেনসে্র কতা আর আমি থাহি আমার টেনসন নিয়া- কহন বাপধন আমার আবার হাতেখরি দেয়।
ইস্কুলে এক ছার আছিলো। তিনি কেমনে কেমনে জানি আমার মাথার ভিতরে টেনসের কয়েকটা চেহারা ডুকায়া দিলো। আমিতো ঐগুলা দিয়াই অনার্স পাস কইরা চইলা আইলাম। অহনতো খাইছি ধরা। কেন... আমারে ঐ অশিক্ষা কুশিক্ষা না দিলেকি অইতো না? জিগাই সবাইরে যারা যারা আমারে ইংলিশ শিখাইছে।
কনতো present perfect tense এর গাইয়া খাইয়া টাইপের একটা উদারন জেইডা আপনে হরহামেশা ব্যবহার করেন। এই যেমন কইতারেন - "আমি নুডুলস্ পাক করিয়াছি" - কখনো কাউরে বলছেন এই কথা? মনে কইরা দেখেন তো। তো এইগুলা শিখাইছে আমারে। আফনারেও শিখাইছে। কিন্তু আফনে যদি আমার লগে একমত না অন তো আফনার পড়া এইখানেই স্টপ করেন।
আর যারা মনে করতাছেন হ হ তাইতো তাইতো। তাইলে এর পরের ব্লগডা আপনের জইন্যো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।