আমি আজকে "প্রথম আলো" র পাঠক মন্তব্য কলামে শ্রদ্ধেয় অধ্যাপক সায়ীদের বিষয়ে স্পিকারের বক্তব্যের বিষয়ে মন্তব্য বরেছিলাম যে, অধ্যাপক সায়ীদেরমত একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে এই ধরণের আলোচনা দুর্ভাগ্যজনক। স্পিকারের বক্তব্যের জন্য ধন্যবাদ। সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদ পত্র কে সর্তক হওয়া উচিত। আর, এই ধরনের সংবাদ যদি ইচ্ছা করে ভুল ভাবে প্রকাশিত হয়, তাহলে সেটা আরো খারাপ। কারন, সংবাদ প্রকাশের স্বাধীনতা মানেই কিন্তু স্বেচ্ছাছারিতা নয়। কিন্ত আমি অবাক হয়ে লক্ষ করলাম, প্রথম আলো আমার মন্তব্যের কেবল প্রথম অংশ প্রকাশ করেছে, ২য় অংশ নয়। এর অর্থ কি, প্রথম আলো কেবল কোন মন্তব্য তাদের মনের মত হলেই প্রকাশ করবে, তাদের মতের বিরুদ্ধে গেলে নয়? তাহলে আর আমাদের রাজনীতিকদের সাথে "নিরপেক্ষ" প্রথম আলোর পার্থক্য কোথায়? কেউই তো নিজেদের সমালোছনা সহ্য করতে পারে না? আর একটা বিষয়, প্রথম আলো কেনো আর ১০টা "পক্ষপাতদুস্ট" সংবাদ পত্রের সাথে নিজেদের এক করে দেখছে? তাহলে কি তারা ও কেবল নিজেদের স্বার্থের জন্য খবর প্রকাশ করে? কোথায় গেলো তাদের "বদলে দাও" আওয়াজ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।