আমাদের কথা খুঁজে নিন

   

আবার বরিশাল থেকে লঞ্চ-বাস বন্ধ! আবার আরেকটি সরকারী হরতাল।

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আবার বরিশাল থেকে লঞ্চ-বাস বন্ধ! এই না হলে ডিজিটাল বাকশাল সরকার........ ঢাকার নয়াপল্টনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ কাল সোমবার। দক্ষিণাঞ্চলের বিএনপির নেতা-কর্মীরা যাতে ওই সমাবেশে অংশ নিতে না পারেন, সে জন্য দক্ষিণাঞ্চলের লঞ্চ-বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল সব লঞ্চ নৌবন্দর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল নথুল্লবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-বরিশালের কোনো বাস ছাড়তে দেওয়া হয়নি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, ‘সরকার বিরোধী দলের সভা-সমাবেশের কথা শুনলেই ভীত হয়ে তাতে বাধা, গণগ্রেপ্তার, লঞ্চ, স্টিমার, বাস বন্ধ করে দিচ্ছে।

গত ১২ মার্চের সমাবেশ বানচাল করার জন্য তারা যা যা করেছে, এবারও একই কাজ শুরু করেছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশও করতে পারব না, এটা কোন গণতন্ত্র। আমরা তো সরকার পতনের আন্দোলন করছি না। তার পরও জণগন ঐক্যবদ্ধ হলেই সরকার নির্যাতন ও জুলুম চালায়। আজকে দক্ষিণাঞ্চলের লঞ্চ বন্ধ করে দিয়ে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষকেও সরকার দুর্ভোগে ফেলেছে।

’ বিস্তারিত Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।