আমি খুব আশাবাদী মানুষ | অল্প আলোতেও গাড় অন্ধকার দূর করার স্বপ্ন দেখি | তাইতো তাই খুব বেশি হতাশ হই, জানিনা এই হতাশার শেষ কোথায় এভারেস্ট বিতর্ক এখনো চলছে.......এটা কেন এতদিন ধরে চলবে? ধরুন, আমাদের সকল এভারেস্ট বিজয়ী সত্যিকার অর্থে Everest Summit করেছে. তাহলে তাদের এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত যাতে কোনো পর্বতারোহী, আন্তর্জাতিক যেকোনো দলিল এর সাথে আপনাদেরটা মিলিয়ে দেখতে পারে. এটা একটা জাতীয় অর্জন বলে অনুরোধ করছি. কোনো বেক্তিগত অর্জন হলে মাথাবেথা থাকতনা. আর পরবর্তী সকল এভারেস্ট বিজয়ী এর ক্ষেত্রে এটা একটা পথপ্রদর্শক হয়ে থাকতো. অপরদিকে যদি তাদের কেউ Everest Summit নিয়ে দুর্নীতি করে এবং এভাবে পার পেয়ে যায় তাহলে এই প্রথা চলতেই থাকবে এবং আগামী ৫ বছরে হইতো এদেশের এভারেস্ট বিজয়ী এর সংখ্যা ১০০ তে গিয়ে পৌছুবে. তখনই পৃথিবীর তাবথ বাঘা বাঘা পর্বতারোহীরা গবেষণা শুরু করবে. যদি তারা ২০ টি (২০%) sample এ quality product না পায় তাহলে পুরো দেশটিকে reject করে দিবে. ধরুন, যদি ওই ১০০ জন এর মধ্যে ১জন সত্যিকার অর্থে Everest Summit করে থাকেন তাহলে তাকে Summit push এর চেয়ে Summit proof এ অনেক বেশি কষ্ট করতে হবে. অনুরোধ থাকল জাতীয় বীরদের কাছে, আপনাদের সমাধিস্থলে আমদের পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ দিন. আর এটাও আদেশ থাকবে পরবর্তী প্রজন্মের প্রতি, যদি কখনো কোনো মিথ্যা প্রমানিত হয় তাহলে এটা মনে করবে এরা তোমার পূর্বপ্রজন্মকে ঠকিয়েছে. এদের ধিক্কার দিতে ভুলবে না.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।