ভাল আগামী ১৫, ১৬, ১৭ এবং ১৮ই জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়ান্টাম মেথডঃ শোকরান শোকরান ৩৫০তম কোর্স। এই অবিস্মরণীয় ঐতিহাসিক কোর্সের শরীক হওয়ার জন্য শ্রদ্ধেয় গুরুজী কোয়ান্টাম পরিবারের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন! আহবান জানিয়েছেন পরিচিতমণ্ডলে ও চারপাশের চল্লিশ ঘরে শোকরান! শোকরান!! ৩৫০তম ব্যাচ এর দাওয়াত পৌঁছে দিতে। এবং সেই সাথে কিছুক্ষণের জন্য হলেও কোর্সের ৪ দিনের যেকোনো দিন সপরিবারে উপস্থিত হয়ে নিজের কল্যাণে, মানবতার কল্যাণে, কোর্সের সকল অংশগ্রহণকারী এবং শ্রদ্ধেয় গুরুজীর জন্যে দোয়া করতে।
গুরুজীর আহ্বানে সাড়া দিয়ে এই অবিস্মরণীয় ইতিহাসের অংশ হতে পৃথিবীর অপর প্রান্ত থেকে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ বাংলাদেশে কোর্স চলাকালীন আগামী ১৬ ও ১৭ জুন শনি ও রবিবার দিনব্যাপী আয়োজন করেছে বিশেষ কয়েকটি অনুষ্ঠান।
অনুষ্ঠানসূচি :
শোকরান ! শোকরান!! ৩৫০ : লামা কোয়ান্টায়ন অবলম্বনে বিশেষ কোয়ান্টায়ন
(শুধুমাত্র কোয়ান্টাম গ্রাজুয়েট ও প্রো-মাস্টারদের জন্যে)
তারিখ : ১৬ জুন, ২০১২
স্থান : বাংলাদেশ প্লাজা (কনফারেন্স রুম, নীচ তলা)
সময়: সকাল ৮:৩০ টা-বিকেল ৫:০০ টা।
(অংশগ্রহণের জন্যে সকাল ৮:৩০ টার আগেই উপস্থিত হতে হবে)
রেজিস্ট্রেশন ফি : ৪০ ডলার।
শোকরান! শোকরান!! ৩৫০: দোয়া ও আলোকচিত্র প্রদর্শনী
(কোয়ান্টাম পরিবারের সদস্য ও মেহমান সবার জন্যে উন্মুক্ত। শিশু থেকে প্রবীন সবাই উপভোগ করতে পারবেন এ প্রদর্শনী। )
তারিখ : ১৭ জুন, ২০১২।
স্থান : বাংলাদেশ প্লাজা (কনফারেন্স রুম, নীচ তলা)
দোয়া ও মেডিটেশন: সকাল ৯:০০ টা-১০:৩০ টা।
আলোকচিত্র প্রদর্শনী : ১২:০০ টা - সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত।
আগ্রহী সবাই সপরিবারে আমন্ত্রিত।
রেজিস্ট্রেশন বা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ, তাজিয়া সরদার (৫১৬) ৭৬১-১৬১৪
ফোন-+৮৮০১৭১১৬৭১৮৫৮ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।