আল-কায়েদাসহ কালো তালিকাভুক্ত জঙ্গিদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র প্রায়ই বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে। এবার যুক্তরাষ্ট্রকে উপহাস করে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সন্ধানদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সোমালিয়ার একটি ইসলামী জঙ্গি গোষ্ঠী। জঙ্গিদের তত্পরতা পর্যবেক্ষণকারী এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমালিয়ায় আল-কায়দার সহযোগী সংগঠন শাবাব আল-মুজাহিদিন মুভমেন্টের প্রধান ফুয়াদ মুহাম্মদ খালাফ গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘোষণা দেন। বিদ্রূপপূর্ণ ওই ঘোষণায় ফুয়াদ মুহাম্মদ খালাফ বলেন, ‘যে ব্যক্তি বোকা ওবামার গোপন অবস্থানের খোঁজ দেবে, তাকে ১০টি উট দেওয়া হবে। আর বৃদ্ধা হিলারি ক্লিনটনের সন্ধানদাতাকে ১০টি মুরগির বাচ্চা ও ১০টি মোরগ দেওয়া হবে।’ গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ আল শাবাবের প্রধান খালাফ ও তাঁর তিন সহযোগীর সন্ধানদাতাদের জন্য ৫০ লাখ ডলার করে এবং আল শাবাবের প্রতিষ্ঠাতা আহমেদ আবদি ওয়া-মোহামেদের সন্ধানদাতাদের জন্য ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। জঙ্গি গোষ্ঠীটির নেতাদের ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র যে লাখ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছে, সেটাকে ব্যঙ্গ করতেই তারা এ পদক্ষেপ নিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।