আমাদের কথা খুঁজে নিন

   

কবে শেরাটন, সোনারগাঁ হোটেলে ভাংচুর করা হবে ????

সদা নিরুপায় তবুও অকুতোভয় গ্রামাঞ্চলের অশ্লীল যাত্রাপালা আর আমাদের তথাকথিত শিক্ষিত আধুনিক সমাজের ডিজে পার্টির মধ্যে মধ্যে আদৌ পার্থক্য আছে কি? যাত্রাপালায় যারা অংশ নেয় তারা পেটের দায়ে করে আর ডিজে রকার্সরা কিসের জন্য করে? পার্থক্য মনে হয়, গ্রামের সেই যাত্রাপালা 'নাচানাচি'কে নৃত্য বলে, আর আমাদের আধুনিক ডিজ়ে পার্টির 'নাচানাচি'কে ড্যান্স বলে! দিন দুয়েক আগে ঢাকার আশুলিয়ার বেশ কয়েকটি আবাসিক হোটেলে স্থানীয়রা আক্রমন করেছে। ভাংচুর করেছে হোটেলগুলো। অভিযোগ সেখানে অসামাজিক কার্যকলাপ চলে, যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচাতে উদ্যোগ নিয়েছেন অভিভাবকরা। ভাল কথা। সাধুবাদ তাদের। সামাজিক কার্যকলাপ বজায় রাখার দায়িত্ববোধ সবার মধ্যে জেগে ঊঠেছে! কিন্তু পাঁচ তারকা মানের তথাকথিত অভিজাত, সভ্যদের হোটেল শেরাটন, সোনারগাঁ ইত্যাদির অসামাজিক কার্যকলাপ বন্ধে কবে হামলা হবে। কবে পুড়িয়ে দেয়া হবে? কবে সামাজিক করা হবে এই স্থানগুলোকে? নাকি এই সব স্থানে সভ্য(!) মানুষরা যায় বলে দায়িত্ববোধ জেগে উঠবে না? যুবসমাজকে বাঁচাতে উদ্যোগ নিবেন না অভিভাবকরা? আছে সেই বুকের পাটা আমাদের শিক্ষিত, সচেতন, ক্ষমতাবান অভিভাবকদের? ওহ! ভুলেই গিয়েছিলাম, কালো কাচে ঘেরা অভিজাত গাড়িতে চলাচল করে, অভিজাত হোটেলে যাতায়াত করে ইয়ে করলে তো অসামাজিক কিছু হয় না! সভ্য মানুষদের আবার অসভ্যতা আছে নাকি? প্রগতিশীল বলে বিকল্প পথ আছে তো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।