আহা আহা সখি, তুমি যাহা কর, মোর মনে লয় তাই... তোমার ফুলের পরাণে কেবল দিয়ে যায় বেদনাই। একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, মূসা ইব্রাহীম ব্যাপক কাভারেজ পেয়েছিলেন প্রথম আলোতে এভারেস্ট জয়ের পর, কিন্তু মুহিবের এভারেস্ট জয়ের খবর প্রথম আলোতে খুঁজে পেতে বেশ কস্ট করতে হয়েছিলো। যাক বুঝলাম মূসা ইব্রাহীম প্রথম, মুহিব দ্বিতীয়, এরকম আচরন অনভিপ্রেত হলেও অস্বাভাবিক না। কিন্তু এবার নিশাত মেয়েদের মধ্যে প্রথম এভারেস্ট জয় করে ঢাকায় ফিরলেন, কিন্তু প্রথম আলোতে কোন খবর নেই... এদিকে আজ ওয়াসফিয়ার দেশে ফেরার খবর দেখুন ছবি সহ একদম প্রথম পাতায়! এটা কি? প্রথম আলোর এরকম আচরন কেন? প্রথম এভারেস্ট জয়ী মেয়েতো নিশাত, তার খবর বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করা কি উচিৎ ছিলোনা? এছাড়া প্রথম আলো এভারেস্ট বিজয়ের ছবি এ্যালবামও প্রকাশ করেছে শুধু ওয়াসফিয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।