আমাদের কথা খুঁজে নিন

   

এটা কেমন মারামারি!!!

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!! আমি আজন্মের বোকা। ছোট থাকতে মনে করতাম চাঁদ আমাকে অনুসরণ করে কত লুকাতাম পারতাম না। মুখ বার করলেই টুকি ঝাআ দিত। আব্বা লণ্ডন থাকতেন। প্রথম যখন সিলেট আসলাম।

বয়স তখন হয়তো ৪/৫ হবে। রাতে কারণ বশত আকাশে চেয়ে দিখে চাঁদ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার জন্ম গ্রামে। বাড়ির নাম লাউতলা। আমি কি আর চাঁদের খবর জানি পরে আব্বা আমাকে নিয়ে সিলেট চলে আসেন।

আমার সব কথা ওরা বুঝে না তাদের সব কথা আমি বুঝি না বিষম ঝামেলা। আমি হাল কইলে ওরা বলে হাল বাইতে হইলে ক্ষেতে যা যাক পরে বুঝতে পারলাম গ্রাম এবং শহরে ভাষার সমস্যা আছে। মানিয়ে নিলাম। পরে আসলাম লন্ডন। আসার পথে দেখলাম আশমান খালি বড় হয বালেগ হইলাম বুঝতে শুরু করলাম অনেক সমস্যার সমাধান পাইলাম।

কিন্তু একট সমস্যার সমাধান আমি এখনো পাইনি। এই সমস্যাটা আসলে জবরজং। আঞ্চলিকতা। সিলেটি ননসিলেটি। ঢাকাইয়্যা।

আমিতো আগেই বলেছি আমার জন্ম গ্রামে। লেখা পড়া তেমন করিনি অতএব আমার তেমন মাথা ব্যথা নেই। আমার বউটাও আমার মত গ্রাম্য। মেয়েরা আঞ্চলিক ভাষায় কথা কয়। আমি লেখা লেখি করি তাই বাধ্য হয়ে চলিত ভাষায় লিখতে হয়।

আঞ্চলিক ভাষায়ও লেখি। মনের ভাব শত ভাগ প্রকাশ করতে হইলে আমাকে লাউতলি ভাষায় কথা কইতে হয়। তো জবরজং সমস্যাটা হল, লন্ডনেও আঞ্চলিকতা নিয়ে মারামারি। যে দেশে বাক স্বাধীনতা আছে সেই দেশে আমরা হাবার মত কথা বলি। যে দেশে নেংটা বেটা চিত্রিকর সেই দেশে আমরা লুঙ্গী দেখলে নাক উঁচা করি।

যে দেশে একতা হল তাদের শক্তি সেই দেশে আমরা একে অন্যকে হিংসা করি। যে দেশে অন্যদেশের লোকজন অসহায়, সেই দেশে আমরা দেশের ভাই বোনকে হেয় করি। আমি সিলটি, আমি ঢাকাইয়্যা। কবে আমরা জাতে বাংলাদেশী হব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।