আমার মতো একজন অতি সধারন মানুষ বাজেট বলতে যা বুঝি: # সাধারন মানুষের কষ্টের টাকা মন্ত্রী/এমপিদের পকেটস্থ করার বাৎসরিক পরিকল্পনা! #বাজেটের আকার বেড়েছে, মানে লুটপাটের বহরে বেশী বেশী টাকা, যোগানদাতা সেই আমজনতা। #জন গনের উপর করের বোঝা বাড়িয়ে দলীয় আমলা আর নেতাপাতি নেতাদের দূর্নীতির মহোৎসবের বাড়িয়ে দেয়া। কর ডিরেক্টলি বাড়ে অনেকটা কম , কিন্তু ইডিরেক্টলি ( যেমন: ভ্যাট, উৎস কর, আমদানী-রপ্তানি কর, এডভান্স ইনকাম ট্যাক্স ইতাদি) বেড়ে যায় অনেক বেশী। যেহেতু প্রত্যেক অর্থমন্ত্রীই মনে করে আমজনতা কি আর বুঝে??? সুতরাং ইনডিরেক্টলি কর টাকে হালাল করে নেয়াই শ্রেয় মনে করে। # বিত্তশালীদের জন্য কিছুটা স্বস্তির পরশ, যেন আরেকটু বিত্তবান হতে পারে। # বাজেটের আগেই যেসব পণ্যে দাম কমানোর ঘোষনা আসতে পারে, ব্যবসায়ীরা সেগুলোর দাম বাজেট ঘোষনার মাসেক আগ থেকেই বাড়িয়ে মোটামুটি এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে, বাজেটে কমানোর সুবিধা শুধু ওরাই পায়, জন গন বেশী দামেই সে সব পণ্য কিনতে থাকে। অন্যদিকে যেসব জিনিসের দাম বাড়ানোর সম্ভাবনা থাকে, তা বাজেট ঘোষনার সপ্তাহ দুয়েক আগেই বেড়ে যায়। সুতরাং দুক্ষেত্রেই ভিকটিম সাধারন জনগন। # ফাইনালি কিছু অসম্ভব পরিকল্পনার মুলা জনগনের সামনে ঝুলিয়ে দেয়া, যাতে আগামী বছর আবার একই কাজ করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।