আমাদের কথা খুঁজে নিন

   

UK, Britain এবং England এর মধ্যকার পার্থক্য জানুন।

আমরা প্রায় ই একই জায়গা বুঝাতে UK, Britain এবং England বলে থাকি। অথচ এদের মধ্যে খুবই সুস্পষ্ট পার্থক্য রয়েছে যা না জানার কারনে অনেক সময় ই আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়। প্রথমে আসি UK এর কথায়। UK এর পূর্ণ ও অফিসিয়াল নাম হল United kingdom of Great Britain and Northern Ireland। নাম থেকেই স্পষ্ট UK এর আওতাধীন হল গ্রেট ব্রিটেইন আর উত্তর আয়ারল্যান্ড (আয়ারল্যান্ড এর বেশিরভাগ অংশই এখন স্বাধীন)।

আবার গ্রেইট ব্রিটেইন এর মধ্যে আছে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস। অর্থাৎ UK এর মধ্যে আছে চারটি আলাদা রাজ্যঃ ১। স্কটল্যান্ড - এর রাজধানী এডিনবার্গ ২। ইংল্যান্ড - এর রাজধানী লন্ডন ৩। ওয়েলস - এর রাজধানী কার্ডিফ এবং ৪।

উত্তর আয়ারল্যান্ড -এর রাজধানী বেলফাস্ট সুতরাং দেখা যাচ্ছে ইংল্যান্ড, ব্রিটেইন, স্কটল্যান্ড বা UK একই জায়গা নয় বরং UK এর বিভিন্ন অংশ। আর সমগ্র UK এর রাজধানী হল লন্ডন। UK এর সকল অধিবাসীরাই ব্রিটিশ বলে গণ্য হবে যদিও তাদের জাতীয়তা ভিন্ন। আর UK এর জাতীয় পতাকা যা সাধারণত Union Jack নামে পরিচিত সেটি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড এই তিনটি রাজ্যের পৃথক পতাকার সমন্বয়ে গঠিত। এখানে ওয়েলস এর পতাকা যুক্ত হয়নি কেননা এটি কোন পৃথক রাজ্য নয় বরং একটি রাজশাসিত রাষ্ট্র।

সবাইকে ধন্যবাদ..... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।