পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন অনেকেই মনে করেন ফটো ব্লগ বা ১৮+ পোস্টে কমেন্ট দেয়া উচিত নয়। এতে লোকে না জানি কি কি ভাববে, নিজের সুশীল ইমেজ ক্ষতিগ্রস্থ হবে। আজকের ফটো ব্লগ শুরু হবে তাদের জন্য উপদেশ্মূলক একটা ফটো দিয়ে। কেননা বাচতে হলে জানতে হবে
কি বুঝলেন? একসাথে সকলকে খুশি করা কখনো মানুষের পক্ষে সম্ভব না। তাই যা মন চায়,তাই করুন।
লোকের কথায় কান দেয়ার দরকার নেই।
২. যেহেতু উপদেশ দিয়ে শুরু করেছি তাই এবার নতুন উপদেশ। যারা সামুতে নতুন এসে গুপ্তকেশে চুলকানীওয়ালা নাস্তিকদের হাউকাউ দেখে অবাক হচ্ছেন তাদের জন্য এই ফটুকঃ
৩. যেহেতু আজকেরটা উপদেশমূলক ফটোব্লগ, অর্থাৎ ছবিতে ছবিতে শিক্ষা তাই এবার আপনার ব্রাউজার সংক্রান্ত উপদেশঃ
একমত সবাই?
৪. আজ থাকবে সকলের জন্য উপদেশ। তারই ধারাবাহিকতায় এবার ভাদাদের জন্য উপদেশ। এইডা হইল তোগো ভারত মাতার গিয়ানের আসল রূপঃ
মানুষ হ।
৫. যেহেতু ভাদাদের জন্য আছে, তাহলে ছাগুদের জন্য কিছু থাকা উচিত। তো ব্লগীয় ছাগুরা, মনযোগ দিয়ে দেখে নাওঃ
৬. এবারের ফটোটা সবার জন্যঃ
মায়েরা এমনই হয়। শুধু নিজের সন্তান না, সকলের সন্তানকেই তারা ভালবাসেন। তাই মা-কে ভালবাসুন।
৭.আর সবার শেষে কুইজ।
বলুনতো এই ফটো দেখে কি বুঝলেন???
আমি ফটোটা আগেই শেয়ার করছি ফেসবুকে। অল্প কয়েকজন ছাড়া অধিকাংশই বুঝতে পারে নাই। দেখি এবার, সামুর ব্লগারদের বুদ্ধি কত।
================================
পৈশাচিক বিনোদন সিরিজের আগের পোস্টসমূহঃ
এইটা আমি কি দেখলাম। হাসতে হাসতে শ্যাষ।
পুরাই পৈশাচিক বিনোদন।
দিকে দিকে উঠেছে রব, এবার হবে পাকিস্তান বধ
আরেকখান ফটো ব্লগঃ পৈশাচিক বিনোদন সুনিশ্চিত
এইডা আমি কি দেখলাম?রবীন্দ্রনাথ বাইচা থাকলে শিওর আত্মহত্যা করত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।