আমাদের কথা খুঁজে নিন

   

মহৎ, আমরা সৎ, আমরা শিক্ষিত...হাস্যকর বাগাড়ম্বর

নিজের গু মানুষ নিজের পাছায় হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে, অন্যের গু পা দিয়েও ছুতে চায় না। বরং দূর দিয়ে নাক টিপে ধরে, দ্বিতীয়বার না তাকিয়ে, গা গুলানো অনুভূতির গন্ধকে দুর্গন্ধ বলে সরে পড়ে। অন্যের অন্যায়কে অন্যায় মনে করে আর নিজের অন্যায়কে 'না করে উপায় ছিল না' বলে আস্থা বজায় রাখতে চায় মানুষ। কিছু মানুষ সম্পদ সংগ্রহের নামে অনেক মানুষের সম্পদ লুট করে নিতে থাকে আর সেই অনেক মানুষ, অভুক্ত মানুষ না খেতে পেরে, সুখ-বিসুখে মরে। প্রেমে-যৌনতায় সে নিজে আক্রান্ত কিন্তু অন্যের প্রেম, অন্যের যৌনতার গল্প সে ধর্মগ্রন্থের বাণীর চেয়েও মনোযোগসহ শুনবে, বলবে, বিনোদন নেবে।

তারপর মানুষ বই লিখবে। বইয়ের মধ্যে লিখবে, জগতের অন্যান্য প্রাণী থেকে আমরা সেরা আমরা মহৎ, আমরা সৎ, আমরা শিক্ষিত...হাস্যকর বাগাড়ম্বর। সুযোগ থাকলে, অন্যান্য প্রাণীরা একযোগে সব মানুষের নামে প্রকৃতির আদালতে মামলা করে দিত। কেন না, সবার উপরে মানুষ সত্য মানতে গিয়ে দেখি, মানুষ বড় হুমকি। পশুদের মধ্যে মানুষ বাস করে কি না জানি না, কিন্তু মানুষের মধ্যেই পাশবিকতা অধিক।

গতসপ্তাহে, আমার বাসার সামনের এক বিল্ডিংয়ে কিশোরীকে হত্যা করে ২৬ টুকরো করে ফেলল তারই কথিত প্রেমিক! প্রতিদিনই মানুষের পক্ষ থেকে মানুষের জন্যেই 'হুমকি' বেড়ে চলেছে। গতপরশু রাতে, সেগুনবাগিচায় কী ঘটল? মুখ বেঁধে মায়ের সামনেই মেয়েকে হত্যা? পরবর্তী ৩৬ ঘণ্টা মুখ বাঁধা অবস্থায়ই পড়ে থাকলেন ঐ বৃদ্ধা মা! আশেপাশের কেউ এগিয়ে এলো না! মূলে, রাজনৈতিকভাবেই অর্থাৎ সার্বিকভাবেই মানুষ নষ্ট হতে চলেছে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।