আমাদের কথা খুঁজে নিন

   

এক পিসিতে xp service pack 2 ও service pack 3 কীভাবে চালাব

দ্রুত সময়টা পেরিয়ে যাচ্ছে। হিসেবের খাতাটা খুললে প্রাপ্তিটা নগন্য মনে হয়। তবে চেষ্টা করে যাচ্ছি দেখি কী হয়। আমার পিসিতে service pack 3 চালাচ্ছি। কাজের প্রয়োজনে service pack 2 install করা দরকার। আমি করতে গিয়ে মনে হল service pack 3 টা মুছে যাবে। তাই আপনাদের সাহায্য চাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।