আমাদের কথা খুঁজে নিন

   

Kill Rajakar (Operation-Golam Azam)

Kill Rajakar (Operation-Golam Azam) গেমস খেলছি। অসাধারণ মজা! কয়েকদিন আগে ও এ বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম। আমাদের দেশপ্রেমিক তরুন সমাজের কাজের গতি যে চিন্তার গতির চেয়ে ও গতিশীল তা দেখে এক কথায় মুগ্ধ হলাম। ধন্য হে তরুন সমাজ! যে বা যারা এই অসাধারণ কাজটি করেছেন তাদের প্রতি ব্যক্তি আমি অসম্ভব কৃতজ্ঞ হয়ে রইলাম। আশা করি আমার মতো পুরো জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ভার্চুয়াল ভাবে হলেও আমাদের মনের ঘৃণা ক্ষোভ মেটানোর সুযোগ করে দেয়ার জন্য।

শুভেচ্ছা রইল আপনাদের জন্য। "গেমসটিতে" যা যা আছেঃ লেভেল একঃ নির্দিষ্ট সময় পর্যন্ত জুতা পেটা করতে পারবেন "রাজাকার"কে ... তবে "রাজাকার" কিছুটা চালাক, তাই আপনার এইম ভালো না হলে বেশি জুতা পেটা করতে পারবেন না। লেভেল দুইঃ বক্সিং পাঞ্চ (ঘুষি) মেরে রক্তাক্ত করুন রাজাকারকে...... এখানে সে কোন প্রতিরোধই করতে পারবে না, যত খুশি ঘুষি মারতে পারবেন নির্দিষ্ট সময় পর্যন্ত। লেভেল তিনঃ এটা সবচাইতে মজার, গুলি করে মেরে ফেলুন রাজাকারকে। রাজাকার এখানে খুবই চালাক, আপনার এইম খুব ভালো হতে হবে।

Kill Rajakar (Operation-Golam Azam) v1.0 এর সাইজ ৬.২ মেগাবাইট। ডাউনলোড করুণ আর একাত্তরের ক্ষোভ মেটান, আমি এখন গোলাম আজমের চাপা ফাটাচ্ছি আপনি ও ফাটান।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।