আমার পেন ড্রাইভটিকে বুট করে উইন্ডোজ সেভেন ইন্সটল করছি। খুব ভালো লাগল পেন ড্রাইভ ব্যবহার করে উইন্ডোজ ইন্সটল করতে। আগে আমি সিডি থেকেই করতাম কিন্তু পেন ড্রাইভ বুট করা শেখার পর দারুন লাগল। এখন কয়েকটা বিষয়ে সমস্যায় পড়ছি। সেটা হল-
১।
আমার পেন ড্রাইভ বুট করা থাকা অবস্থায় আমি এটাকে অন্যান্য কাজে ব্যবহার করতে পারব কি না। মানে ডাটা বহন করা বা ট্রান্সফার করতে কোন সমস্যা হবে কি না।
২। এখন পেন ড্রাইভটিকে ফরম্যাট করলাম কিন্তু তারপরও সেখানে কিছু হিডেন ফাইল থেকে যাচ্ছে। (ছবিতে দেখুন) তারমানে এটি এখনো bootable রয়েছে।
তাহলে এটাকে পুরপুরি ফরম্যাট করবো কিভাবে।
কারো কাছে উত্তর থাকলে জানাবেন প্লীজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।