আমাদের কথা খুঁজে নিন

   

কেন বলছিনা ?

হারতে শিখিনি কোনদিন । হারবও না । (গুন্টার গ্রাসের কবিতা ‘যে কথা বলতেই হবে “ এর অনুকরনে ) কেন জিনিসগুলো জেনেও চুপ মেরে থাকি ? অব্যাক্ত কথাগুলোর বুকে ছুরি মারার জন্য? যেগুলোর প্রকৃত মূল্য , সময় আসলে স্পষ্ট হয়ে উঠবে । কেন বলছিনা আমি , বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো কালো হাতের কথা । কেন কেন কেন? লাইট হঠাৎ জ্বলে উঠুক ।

স্পষ্ট হয়ে উঠবে হাতের দৃশ্য । হ্যা,সেটা ভারতেরই হাত । কোমল নয় বটেই, এক কন্ঠকপূর্ন । হাতের আংগুলীতে লাগানো রয়েছে, এক ভয়ানক স্টিলের ত্নীক্ষ নখ । বন্ধুত্বপূর্ন করমর্দনের আড়ালে সেটা গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে ।

বাংলাদেশের পেটের ভিতরে । ঘাতকের মত । কেউ লাইটটার সুইচ টিপে দিক । আলোকিত হয়ে উঠুক,তবে দেখা যাবে , কে খুনী,কে স্বার্থপর । কে বন্ধু, কে ভয়াল থাবার অধিকারী ।

কেন আমি বলছিনা ? পরমানু শক্তিধর দেশটি বাংলাদেশের মাটি,পানি,বন্দর জাতীয়সম্পদ দানবের গ্রাসে গিলছে । আর তাদের সেই ভয়াল থাবা , চুম্বন করছে বাংলাদেশেরই কেউ । এক সময় তাদের পেটেও নখর ঢুকবে । আমি কেন বলছিনা? আমি দালাল হব , যুদ্ধপরাধী হব বলে ? নাহ, সেজন্য নয় । শ্রোতাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে, ভারতীয় সংস্বৃতির ওয়াশ পাউডারে ।

আমার সজোরে করা চিৎকার , চেচামেচি শুধু ফাকা মাঠ পেরুত । তবুও কি আমার বলা উচিত নয় ? আমি কেন চুপ করে রয়েছি । কেন, চিৎকার করে বলছিনা , দেখ, প্রকাশ্য শত্র,ভন্ড বন্ধুর থেকে উত্তম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।