আমাদের কথা খুঁজে নিন

   

"Con Air" Nicolas Cage অভিনীত একটি Awesome থ্রিলার মুভি

যুদ্ধের বাজারে ভালোবাসার বিকিকিনি হলে আর কাঁদবোনা। কংক্রিটের এই শহরে হৃদয়হীন মানুষের ভীড়ে আমিও হারিয়ে যাবো... ১৯৯৭ সালে মুভিটি রিলিজ হয়েছিল। সে হিসেবে বেশ পুরোনো একটি মুভি। কিন্তু রিলিজ হওয়ার অল্প দিনের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল এই থ্রিলারধর্মী মুভিটি। স্থান করে নিয়েছিল সুপারহিটের তালিকায়।

Nicolas Cage সবসময়েই আমার প্রিয় অভিনেতাদের তালিকায় ছিল। এ মুভিটি দেখে তাকে আবারও নতুন করে ভালো লাগল। হয়তো অনেকেই এতদিনে এই ছবিটি দেখে ফেলেছেন। যারা দেখেননি তাদের জন্য বলছি মুভিটি দেখুন। সত্যিই খুব ভালো লাগবে।

কাহিনী সংক্ষেপ: একদল কয়েদীকে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হবে প্লেন দিয়ে। প্লেনে পুলিশ থাকা সত্ত্বেও কয়েদীরা প্লেন হাইজ্যাক করার সিদ্ধান্ত নেয় কয়েদীরা নিজেদের বাঁচানোর জন্য। কী যে অভিনব পদ্ধতিতে তারা প্লেন হাইজ্যাক করে তা আপনারা মুভিটি না দেখলে বুঝবেন না। তাই বলছি না দেখে থাকলে দেখে ফেলুন এই অসাধারন থ্রিলার মুভিটি। মুভিটির টরেন্ট ডাউনলোড এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।