সাধারন হয়েও অসাধারন নির্মোহ, সরল, সহজ মানুষ অনেক কিছু পাওয়ার ছিল চাননি কিছু নিজের করে। ত্যাগী, ভদ্র, বিনয়ী থেকে গেছেন আড়ালে, চির বিদায়ে কেদেঁছে সবাই থাকবে চিরদিন সবার হৃদয়ে। মৃত্যুর পর ফিরে তাকাই হারিয়ে সবাই বন্ধু মানি, পল্লীর মা, মাটির মানুষ গেয়েছেন কত গান রাজপথে। অবহেলিত, লাঞ্চিত আর সম্ভাবনার কথা তুলে ধরেছেন কত তার গান গুলোতে, আজ তাই সবার বন্ধু, দেখছি সবার তাই তার ধূসর পান্ডুলিপি। (যদি কোন ভুল লিখে থাকি তাহলে ক্ষমার চোখে দেখবেন, আজ তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। মনে পড়ে গেল তাই কিছু লিখার চেষ্টা করেছি।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।