আমাদের কথা খুঁজে নিন

   

সুইসাইড-সাইড ইফেক্ট

হারিয়ে গিয়েছি, এ নয় কোনও জরুরী খবর ... আইবলের ভেজা গা বেয়ে পিছলে নামে অবসাদ, ফাঁপা করোটির দেয়াল থেকে ফিরে আসে আর্তনাদের ভোঁতা প্রতিধ্বনি, শ্রবণযন্ত্রের বারান্দায় অসংখ্য ঝিঁঝিঁপোকা। ওদিকে ফুসফুসের দ্বারে অছেদ্য পর্দায় আবৃত প্রহরী, প্রবেশমুখে বাধা পেয়ে ফিরে চলে অক্সিজেন; আর হৃৎপিন্ডের শরীর ফুটো করে চলে লক্ষ কাঠ-ঠোকরা। মেরুদন্ড বেয়ে মেট্রো রেলের মত নেমে যেতে থাকে শীতল অনুভূতি; মাংসল আবরণের নিচে ভঙ্গুর কাঠামোতে অসংখ্য শাবলের ঠোকাঠুকি; শিরা-উপশিরায় নেই সঞ্জীবনী রসের স্রোত। বাতাসে নিঃশ্বাসের শিসধ্বনির অনুপস্থিতি স্তব্ধতার নতুন সংজ্ঞা শেখায়। // ফাহাদ ভাইএর পোস্টে কমেন্টের পরিমার্জিত রূপ //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।