বলদ-গাধা বলদ বলে, আয়রে গাধা আর কতকাল থাকবি বাঁধা উপরে খুঁটি যাই পালিয়ে দু’চোখ যেদিক যায়। গাধা বলে, ভাইরে বলদ জন্মই আমার গোড়ায় গলদ ধোপার বোঝা কে টানবে সবই পেটের দায়। বলদ বলে, দেশটা আজব লেগেই থাকে খোদার গজব মানুষগুলো অধম বলেই মার যে শুধুই খায়। গাধা বলে, সত্যিই আজব রাজাতো নাই রানীই সব তারই দেয়া আফিম খেয়ে দিব্বি সবাই ঘুমায়। বলদ বলে, শিং দুটোতে ইচ্ছে করে যাই গুঁতোতে চোর বাটপার যত আছে মারবো পিষে পায়। গাধা বলে, করবো কি ছাই আমার মাথায় বুদ্ধি যে নাই ঘোলা জলে সব বেটাদের চুবাইতে মন চায়। বলদ বলে, শোনরে গাধা সব মানুষের মুখ যে বাঁধা পায়না খেতে তবুও পেটে মেটায় ভোটের দায়। গাধা বলে, তাইতো ভাবি পশু বলেই নেইতো দাবী যেমন খুশী তেমন খাটাও শান্তি বোবা থাকায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।