নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই মাটির উপরে এবং মাটির তলায় দুটো সমাজ একে বারে দু'রকম, রাষ্ট্র, সমাজ, প্রেম ও রুটিন মাফিক ক্ষুধা - এসব নিয়মে আপাতত: জীবিতই আছি। মৃত্তিকার গভীরে বসবাসকারী মানুষদের পাষণ্ডতা পাহাড়ের সমান একটা চিঠি দেয় না, বার্তা বা টেলিগ্রাম.. আমরা তাদের জন্য কাঁদি বা হাসি এসব নিয়ে খোঁজ নেয় না জাগতিক পৃথিবীতে রেখে যাওয়া কর্মের প্রতিদান নিতেও তাদের আগ্রহ নেই। - ড্রাফট ১.০ / কাছের একজন মানুষের চলে যাবার দিনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।