আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া বৃটিশ রানীর ডায়মন্ড জুবলী

এই ছড়াটির বিষয় বৃটিশ রানী কারন তিনি এই ব্রিটেনে খুব বেশী সম্মানি । তাক ডুম ডুম , তাক ডুম ডুম তাক ধিনা ধিন ধিন ব্রিটেন জুড়ে সব শহরে বইছে খুশীর বীন । সিংহাসনে রানীর হলো ছয়টি দশক পার তাই মানুষের প্রাণে প্রাণে আনন্দ সম্ভার । এই দ্বিতীয় এলিজাবেত বিশ্বে প্রথম জন যে রেখেছেন সুদীর্ঘ কাল অটুট সিংহাসন তাঁর ডায়মন্ড জুবেলীতে ব্রিটেনবাসী সব হৃদয়ের উচ্ছাসে পালন করছে যে উৎসব সাদা কালো আর বাদামী সকল মানুষজন নানান ভাবে দিচ্ছে তাঁরে উষ্ণ সম্ভাষন পথে পথে, লাল সাদা নীল উড়াইয়া নিশান সমস্বরে গাইছে সবে রানীর গুনগান । টেমস তীরে বইছে যখন খুশীর ছড়াছড়ি রানী তখন জলে ভাসেন ,চড়ে সোনার তরী সাথে আরো নানান রঙের হাজার তরণী লাল সেপাহী দেয় পাহারা সোনার ররণী সঙ্গে রানীর রাজ পরিবার ,অঙ্গে রয়েল সাজ মাথার শোভা বিশ্বখ্যাত .হীরায় মোড়া তাজ হীরক আলোয় করলো দৃঢ় সাম্য প্রীতির বাঁধন রানী গ্রহন করেন সবার প্রাণের অভিবাদন । রাজকীয় লন্ডনের এই মধুর আয়োজন থাকবে হয়ে বিশ্ব প্রীতির শ্রেষ্ট নিদর্শন । জুবলী এবং ব্রিট বাঙালী আমরা যারা বিলেতে জুড়ে, করছি বসবাস এই ডায়মন্ড জুবেলীতে ,নেই কারো উচ্ছাস ! কমিউনিটির মধ্যে আছে অনেক সংগঠন রানীর খেতাব গলায় নিয়ে ধন্য বহুজন তবু রানীর জন্য কারো নেইতো আয়োজন । নানান ভাবে খাচ্ছি যারা নিত্য যাদের নুন হয়কি ক্ষতি মাঝে মাঝে গাইলে তাদের গুন ? বুক পকেটে রাখি যাহার ছবিওয়ালা নোট করলে তারে স্যালুট ধন্য হবে বহন করা লাল রঙা পাসপোর্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।