আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশটা কবে মেয়েবান্ধব হবে?

আজ এক ফেসবুক বন্ধু লিখেছেন: 'মেয়েদের রাস্তাঘাটে প্রসাব করার ব্যবস্থা নেই বলেই তারা পানি কম পান করে। ফলে তাদের ইউরিন ইনফেকশন খুবই নরমাল বিষয়। আজ ডাক্তার এর কাছে গেছিলাম। উনি বললেন এটা জন্য সমাজই দায়ী , প্রকৃতি তার নিজের মত কাজ করে যাবে। কি কারণে কেউ পানি গ্রহণ করছে কি না সেটা প্রকৃতির ভাবার বিষয় নয়, কিন্তু সমাজের ভাবার দরকার আছে।

'- লেখাটা পড়ার পর বিষয়টা আবারও মাথায় ঢুকলো। আমরা মেয়েরা সবাই কমবেশি এই সমস্যার ভুক্তভোগী। একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই একই সমস্যা। ওয়াশ রুমে যাওয়ার কোন পরিবেশ নেই। আর বাসা থেকে বাইরে বেরুলে তো আরো সমস্যা।

জরুরি প্রয়োজনেও কোথাও যাওয়ার জায়গাটুকুও নেই। ----তাহলে কি করবে মেয়েরা? লেখাপড়া ছেড়ে দেবে? বাইরে বেরুনো বন্ধ করে দেবে? বেসরকারি নামকরা প্রতিষ্ঠানগুলো অবশ্য এদিক দিয়ে সচেতন। সেখানে বিশেষভাবে নজর দেওয়া হয় বিষয়টিতে। কিন্তু সরকারি তো সরকারিই। সেখানে বড় প্রতিষ্ঠানই হোক, আর ছোটই হোক, সব এক।

---কিছুতেই মাথায় ঢুকে না যে, হাইজিন সম্পর্কে আমরা এতো উদাসীন কেন? এই যে এই সমস্যার কারণে দিনের পর দিন কম পানি খাওয়ার কারণে আর চেপে থাকার কারণে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে, তার দায় কে নেবে? সরকার? সবকিছু আবার সরকারের ওপর ছেড়ে দিলেও চলে না। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিলেই তা চুকে-বুকে যায়। তবে রাস্তার বিষয়টা সরকারকেই নিতে হবে। আবার এমনও তো হতে পারে, শহরের সৌন্দর্য বর্ধনের জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেমন অনেক উদ্যোগ নিয়েছে, তেমনি এমন একটিও নেয়া যেতে পারে। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে যানবাহন কর্তৃপক্ষই এ সমস্যার সমাধানমূলক ব্যবস্থা হাতে নিতে পারে।

কিন্তু সেইক্ষেত্রেও প্রশ্ন, যাদেরকে এখানে ত্রাণকর্তা বলে উল্লেখ করছি, তারা পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টা জানে কিনা? জানলেও কতটুকু জানে? তা আমাদেরই দেখতে হবে। ..মনে হচ্ছে, এই ইস্যুতেও আমাদের আন্দোলন শুরু করতে হবে। শ্লোগান কি হবে? মেয়েদের সুস্থ-নিরাপদ টয়লেট চাই? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।