মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৫ মিনিটের সময় এগিয়ে যায় থ্রি স্টার ক্লাব। ডি-বক্সের বাইরে থেকে নেয়া জগজিৎ শ্রেষ্ঠার চমৎকার শট আবাহনীর জালে জড়িয়ে যায় (১-০)।
৩৮ মিনিটে সমতা নিয়ে আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। প্রতিপক্ষের চার ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে আড়াআড়ি শটে গোলটি করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম (১-১)।
৬৯ মিনিটে আবাহনীকে রক্ষা করেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল। জগজিৎ শ্রেষ্ঠার পেনাল্টি শট ঠেকিয়ে দেন তিনি।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে মঙ্গোলিয়ার আরচিম এফসি গোলশূন্য ড্র করেছে তাইওয়ান পাওয়ার কোম্পানির সঙ্গে।
৯ মে তাইওয়ান পাওয়ার কোম্পানি এবং ১১ মে আরচিম এফসির সঙ্গে আবাহনীর লড়াই।
এই গ্রুপ থেকে দুটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।