চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! নতুন এমন এক ধরনের টয়লেট আবিষ্কার করতে চান মাইক্রোসফটের মালিক বিল গেটস যাতে জনপ্রতি দৈনিক ৫ সেন্ট ব্যয় হবে। এতে ফ্লাশ করে পানির অপচয় করতে হবে না। পরিবেশ দূষণ হবে না। এর গন্ধ হবে বর্তমান টয়লেটগুলোর চেয়ে তুলনামূলক ভাল। এটাই সর্বশেষ মিশন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের।
তার মতে, গত ২০০ বছরে টয়লেটের ক্ষেত্রে কোন নতুন আবিষ্কার আসেনি। যাতে করে অনেক জীবন রক্ষা করা সম্ভব হবে। এদিকে বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন জানিয়েছে, এখনও ভারতের দুই কোটি ৬০ লাখ মানুষ নিরাপদ ও স্বল্প ব্যয়ের টয়লেট সুবিধা পাচ্ছে না। এ খবর দিয়ে টিএনএন জানায়, বিল গেটস বৃহস্পতিবার বলেছেন বর্তমানে সবচেয়ে ভাল টয়লেট হলো ফ্লাশ টয়লেট। যার সব কিছু খুবই খারাপ।
আমার সর্বশেষ স্বপ্ন হলো এমন টয়লেট আবিষ্কার। যেটা হবে ফ্লাশ ব্যবস্থাবিহীন। এতে থাকবে স্বাস্থ্যকর সবকিছু। অপচয় হবে না পানি। পরিবেশও হবে বর্তমানগুলোর চেয়ে ভাল।
গেটস বলেন, তিনি আশা করেন বিশ্বের সেরা স্যানিটেশন বিশেষজ্ঞরা টয়লেটের নতুন ধরন আগস্টের মধ্যে তুলে ধরবেন। সমপ্রতি গেটস বিশ্বের ২২টি বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করেছিলেন, স্বাস্থ্যকর, পানিবিহীন ও স্বল্প ব্যয়ের টয়লেট আবিষ্কার করার জন্য। যেটা হবে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য। এতে আটটি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবনের জন্য পুরস্কৃত হয়। গেটস জানান, ভারতের ৪৪ ভাগেরও বেশি মানুষ খোলা টয়লেট বা জঙ্গল ব্যবহার করে।
এই সংখ্যা গ্রামে ৬৯ ভাগ ও শহরে ১৮ ভাগ। যারা অনিরাপদ ও অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।