যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। সব মেঘ বৃষ্টি হয়না, জমে থাকা কষ্ট- নীল অথবা প্রাণহীন জলের রং সাথে একটু আধার, মিলেমিশে হয়ে থাকে একাকার। কোন বা সেই জলছবি? ঘোলাটে চাঁদ? মৃত সমুদ্রে আজও ঝড় হয় জলরঙে আঁকা ছবিটা কখনো কখনো সত্যি হয়, পার হয়ে কতো সহস্র দীর্ঘ বছর শীর্ণ বাদুড়ের ডানায়, খুজে ফিরে পুরনো কালো আকাশ রাত্রিরা জেগে থাকে নিশ্চুপ, কেঁদে যায় বাতাস। তবু- সব মেঘ বৃষ্টি হয়না, জমে থাকা কষ্ট ঝরে পড়েনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।