এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
বিজ্ঞান ও প্রযুক্তির চলমান সব খবরা-খবরের সাথে নিজেকে আপডেট রাখতে 'সায়েন্সটেক' -এর ফেসবুক ফ্যান পেজ-এ যোগ দিন CLICK HERE ।
বর্তমানে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন নেই
বললেই চলে। অথচ বর্তমান বিশ্ব পুরোপুরি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে নিয়মিত প্রকাশিত হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য, কম্পিউটার ও চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন মাসিক সায়েন্সটেক। পূর্বে আইসিটি ম্যাগাজিন ‘আইটি রিভিউ’ শুধুমাত্র অনলাইনেই প্রকাশ করা হলেও কয়েক মাস ‘আইটি রিভিউ’-র অনলাইন প্রকাশনা বন্ধ ছিল।
এর পরিবর্তে গত মার্চ-২০১২ থেকে ‘আইটি রিভিউ’-র পরিবর্তে ‘সায়েন্সটেক’ নামে ম্যাগাজিনটি হার্ডকপি (প্রিন্টেড) হিসেবে বাজারে প্রকাশিত হচ্ছে। এক্ষেত্রে ম্যাগাজিনটির মূল টার্গেট বিজ্ঞান ও প্রযুক্তি উভয়ই। পাশাপাশি আইসিটি তো থাকছেই। ম্যাগাজিনটির কয়েক পৃষ্ঠা (৮ পৃষ্ঠা) চাররঙ্গা করা হচ্ছে। জানা গেছে খুব শীঘ্রই এটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে।
তবে আন্তর্জাতিক সংখ্যাটি শুধুমাত্র অনলাইনেই (পিডিএফ) কেনা যাবে।
ম্যাগাজিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন হিসেবে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতি মাসে নিয়মিত পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণী ও পেশার পাঠকের হাতে। এছাড়াও গত মাস থেকে দেশের সর্ববৃহৎ অনলাইন বুকশপ 'রকমারি' -তে পাওয়া যাচ্ছে দেশের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন 'সায়েন্সটেক' । তাই যে সব এলাকায় এখনো 'সায়েন্সটেক' পাওয়া যাচ্ছে না।
সেখান থেকে 'রকমারি' -এর হটলাইন 01841 115 115 নম্বরে ফোন করে অর্ডার দিয়ে যে কেউ খুব সহজেই 'সায়েন্সটেক' সংগ্রহ করতে পারবেন।
ম্যাগাজিনটিকে নিয়ে আপনার গঠণমূলক মতামত জানাতে পারেন ‘সায়েন্সটেক’-এর ফেসবুক ফ্যান পেজ -এ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।