পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ঝুম বৃষ্টি হইতাছে !! ঝুম বৃষ্টি আমার অনেক প্রিয় ...কার কার ভালো লাগে এই ঝুম বৃষ্টি !! ভিজতে অনেক ইচ্ছা করছে কিন্তু একটু আগে গোসল করলাম তাছাড়া ছাডে উঠা যায় না আমাদের বাড়ি তে, রাস্তায় নেমে ভিজা সম্ভব না !! মন খারাপ !! তাই জানালার ফাক দিয়া বৃষ্টি দেখি !! কি আফসুস যে হইতাছে !! ঢাকা শহরে নিজেদের বাড়ি না থাকলে কিছুতেই মজা নাই !! চাবি বাড়িওল্লার মেয়ের কাছে , এই রাত ৯ টায় চাবি চাওয়ার মতো আদিক্ষেতা আমার নাই , কিন্তু আবার মন খারাপও লাগছে অনেক !! অনেক দিন বৃষ্টি ভিজা হয়ে উঠে না , বাইরে থাকলে কাগজ পাতি মোবাইল ইটিসি এর জন্য ভিজা হয় না আর বাড়িতে থাকলে ছাডের উঠতে পারি না বলে শুধু চোখের কোনে জাপ্সা জানালার ফাকেঁ আর হাত দুটো গ্রিলের বাইরে দিয়ে তোমায় ছুতেঁ বাড়িয়ে দেই আমার হাত !! বৃষ্টি আমার ভিষন প্রিয় , কারন কি তুমি? জানি না তো ? তোমার ও বৃষ্টি প্রিয় ছিল বলেই কি আমি আমার প্রিয় এর তালিকায় অন্তভুক্ত করেছি ? কি জানি !! তবে এখন তুমি নেই আমার ভুবনে , তোমার প্রিয় কোন কিছু দেখলেই তোমার ছবি চোখের কোনে ভেসে উঠে ...বৃষ্টির সাথে সাথে মনে হয় আমার মনেও কিছু মেঘ জমেছে !! কে জানে হয়তো জেড়ে ফেলে দিতে চেয়েছে বারবার কিন্তু এই মেঘের সম্মহিত ক্ষমতা অনেক বারবার জমা হয় !! তোমার প্রিয় একটি গান !! এই বৃষ্টি ভেজা রাতে এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটেনা চাঁদ কেনো আলো দেয়না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসোনা সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখি নির্ঘুম কন্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় শরতের প্রভায় তুমি নেই বলে সময় আমার কাটেনা ঘাসফুল কেনো ফোটেনা ছুঁয়ে ছুঁয়ে চলে যায়না মেঘের ভেলায় ভাসে না হেসে তুমি কেন আসোনা ভোরে যাওয়া সব অশ্রয় বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভুতি আছে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের প্রভায় তুমি নেই বলে সময় আমার কাটেনা পৃথিবী কেন হাসেনা হৃদয় দোলা দেয়না আবেশে সে জড়ায় না তুমি কেন কাছে আসোনা বাই আর্টসেল !! ২) বৃষ্টি নেমেছে আজ আকাশ জুড়ে বাই অর্থহীন !! তোমার প্রিয় একটা সং আমারও অনেক প্রিয় এবং বাস্তব হয়ে গিয়েছে গানে গানে !! বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে হাঁটছি আমি মেঠো পথে মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি বহুদিন তোমায় দেখি না যে তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায় ... পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায় তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর……. বহুদূর সাদা কালো এ জীবনের মাঝে রঙ্গিন ছিলে তুমি শুধু তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছিলাম কত সুর আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত ভোরের আলো ফুটবে কখন ভেবেছি কত রাত তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…….. বহুদূর যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নাই তুমি যে পাশে ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে এপিটাফ এর লেখা গুলো পড়ি ঝাপসা চোখে আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল তুমি তো গেয়েছিলে সেই নতুন গান এর সুর আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে…….. বহুদূর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।