আমাদের কথা খুঁজে নিন

   

পান খাইয়া ঠোঁট লাল করিলাম ...আসুন আমরা সবাই পান খাই...

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying. যদি সুন্দর একখান মুখ পাইতাম যদি সুন্দর একখান মুখ পাইতাম মইশখালির পানের খিলি তারে বানাই খাবাইতাম ... গানটা চট্রগ্রামের কালজয়ী শিল্পী শেফালী ঘোষের। এই গানটার কথাগুলোকেই মনে হয় ঢাকার শিল্পীরা ’রিমিক্স’ করে বানিয়েছে ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম ... ’ কিংবা ' ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, আল্লাহর দোহাই… এই পরাণের বিনিময়ে তোমার পরাণ দাও, সখী আল্লাহর দোহাই’- পান নিয়ে রচিত হয়েছে এমন অনেক জনপ্রিয় গান। পান মিশে আছে বাঙালির প্রাণে, বাঙালির গানে। মনের সঙ্গে মন মিলেছে তো অতিথিপরায়ণ বাঙালি তার মনের মানুষকে আর কিছু খাওয়ান আর না খাওয়ান, একটা পান নিশ্চয় খাওয়াবেন ! আমার "মা" পানের খুব ভক্ত । সারা দিন ভাত না খেলেও কোন সমস্যা নেই , কিন্ত সুপারি এবং পান তাঁর চাই চাই..ই ।

কোথাও যেতে হলে পানের গাঁটরি নিতে ভুলেননা । কোন একবার অসুখ এর সময় ডাক্তার তাকে পান খেতে একদম নিষেধ করেছিল। তখন তিনি ওই ডাক্তার কে বলেছিল ...আপনি ডাক্তারি করতে পারেন না...আর এখন সব দোষ এই আমার পানের !!! আম্মার কষ্ট দেখে তখন ডাক্তার এর নিষেধ থাকা সত্ত্বেও চুরি করে তাকে পান খাইতাম...। পরিবারের অন্য কেউ পানে অভ্যস্থ নন । তবে মাঝে মধ্যে যে কেউ খায়না তা নয় ।

আমার পছন্দের প্রিয়তমাটি 'পান খেয়ে ঠোঁট-মুখ লাল করে যখন ''রূনা লায়লার- পান খাইয়া ঠোঁট লাল করিলাম.............'' গুন গুন করে গেয়ে উঠে, ফিক করে হেসে দেয়, তখন হৃদয়ে ভালবাসার এক স্বর্গীয় পুলক অনূভব করি । আসুন আমরা সবাই পান খাই...মুখের মধ্যে থাকবে পান - আমরা সবাই গাইবো গান...  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।