আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক শিক্ষার ব্লগের জন্য শিক্ষক প্রয়োজন।

www.pricebazar.com আসসালামুআলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালোই আছেন। পোস্টের শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আমি কিছু একটা সাহায্য কামনা করছি। হ্যা ,ঠিকই ধরেছেন। আমাদের দেশ আস্তে আস্তে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করেছি যে অধিকাংশ প্রযুক্তিপ্রেমী মানুষ ইন্টারনেটে শিখতে পছন্দ করে।

ইন্টারনেটের মাধ্যমেই মানুষ প্রযুক্তির নানান বিষযে জানতে পারছে। প্রযুক্তি আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের জীবনের একটা অংশ হয়ে গেছে। সবাই ইন্টারনেটে শিখতে পছন্দ করে। তাই এই লক্ষ্যে আমি এবং আমার এক ফ্রেন্ড মিলে একটা পড়ালেখার ওয়েবসাইট খোললাম। উদ্দেশ্য ইন্টারনেটে শিক্ষাদান।

শিক্ষার্থীরা সাধারনত কোচিং বা প্রাইভেটে যে বিষয়গুলো পড়ে তা পড়ানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যেহুত আধুনিক প্রজন্ম ইন্টারনেটে শিখতে বেশি পছন্দ করে,সুতরাং এর সাহায্যে তাদের শিক্ষার পথ সুগম হবে। এতে সবাই শিখতে আগ্রহী হবে। আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে সব সাবজেক্টের সমাগম থাকবে সাইটটিতে। যাতে যেকোনো শিক্ষার্থীর যে কোনো সময়ে যে কোনো পাঠ খুঁজে নিতে পারে।

সবাই যাতে বিভিন্ন নোট খুঁজে পেতে পারে অতি সহজেই। কোনো শিক্ষার্থীর যাতে তার পাঠ খুঁজে নিতে কোনো সমস্যা না হয়। যদিও বিষয়টা খুবই জটিল। তাই আপনাদের সাহায্য কামনা করছি। আমি নিজেই ক্লাস টেন এর ছাত্র।

অপরদিকে আমার বন্ধু ইন্টারমিডিয়েটে পড়ছে। ফলে আমরা দুজন কিছু সংখ্যক সাবজেক্টের দায়িত্ব নিতে পারলেও বাকি সাবজেক্টের জন্য শিক্ষক পাচ্ছি না। এই মুহুর্তে এই উদ্দেশ্যকে সফল করতে সাইটের জন্য শিক্ষক প্রয়োজন। এখন হয়তবা আপনার উপস্থিতি আমাদের উদ্দেশ্যকে সমৃদ্ধ করতে পারে। এখন সবই আপনাদের উপর।

অনলাইনে শিক্ষার পথ সুগম কর দেওয়ার জন্য আপনাদের সাহায্য অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের অনলাইনে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক শিক্ষার ব্লগ লেখবপড়ব.কমে আপনাদের স্বাগতম। আমাদের ব্লগে আপাতত কিছু সংখ্যক শ্রেণী চালু আছে। যদি কেউ কোনো শ্রেনীর ক্লাস করাতে ইচ্ছুক হন তাহলে সে শ্রেণীও চালু করা হবে। এখন শিক্ষকের অভাবে মাত্র কিছু সংখ্যক শ্রেণী চালু আছে আমাদের ব্লগে।

সাইটের লিঙ্ক: http://www.lekhboporbo.com/ সাইট সম্পর্কে কেউর কোনো মন্তব্য থাকলে এ মেইল করতে পারেন সাইটে নতুন কোনো শ্রেনীর ক্লাশ করাতে চাইলে এ মেইল করতে পারেন অথবা রেজিস্টার মেম্বার হয়ে সরাসরি পোস্ট করতে পারেন সাইটের ব্যাপারে কেউর কোনো সমস্যা থাকলে এ মেইল করতে পারেন তাছাড়া সাধারণ সমস্যাগুলোর সমাধান নিয়ে সাহায্য কেন্দ্র আছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই কাজে আপনারা সাহায্য করতে পারেন এত কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ পোস্টটে কোনো বেয়াদবি হলে দয়া করে ক্ষমা করবেন তাছাড়া পোস্টটি অনেকটা সাইট প্রচারের মতো হয়ে গেছে,সেজন্য আপনাদের কাছে জুনায়েদ পি.সি.এ. ক্ষমাপ্রার্থী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।