মনের খেলা খেলতাম এক সময় তোমার সাথে ভালোবেসে তাকিয়ে থাকতাম চোখের পানে পলক না ফেলে তোমার মনের কথাগুলোকে পড়ে নেব বলে না বলা সব কথাগুলো যেগুলো মুখে বলতে পারনি আমায় মুখফুটে। হাতের একটু স্পর্শ আপ্লুত করত আমায় ভাবাবেগে, তোমার হাতের! কামনা বাসনাহীন ভালোবাসায় শুধু মনের উষ্ণতা ছোঁয়ার নেশায় মনের ভাবগুলোকে বুঝে নেয়ার আশায় যেগুলো মুখে বলতে পারনি আমায় মুখফুটে। ভালোবাসা মরে গিয়েছিল আমার সেদিন থেকে যেদিন দেখেছিলেম তোমায় পরপুরুষের আলিঙ্গনে রমনের নেশায় দুজনের জড়াজড়ি বড্ড আঘাত করেছিল আমায় মনটাকে দিয়েছিল মেরে পরিণতিতে সেদিন থেকে আজ আমি ভালোবাসাহীন এক কামপূরুষ। করে যাচ্ছি আজ জীবন যাপন প্রতিদিন পশুর মতন করে রমনের নামে, দেহের প্রয়োজনে ভালোবাসার স্থান কোথায়? কামহীন ভালোবাসা অথবা ভালোবাসাহীন কামে পার্থক্য কোথায়? আজ আমি দেহের খেলা খেলছি অবলীলায় কামুক পশুর মতন করে ভালোবাসাহীন কামে মূল্যবোধের কোথাও যেন স্থান নেই আজ মনের ভেতর শুধু রমনের নামে দেহ সঞ্চালনে কুকুরের মতন করে আমার আর কুকুরের রমনের মাঝে পার্থক্য কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।