রোকেয়া ইসলাম সরি আমি আজ চলে যাচ্ছি..................
তোমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছি আমি। আর কোনদিন আমি তোমাদের মাঝে ফিরবো না। কখনো আর তোমাদের সাথে দেখা হবেনা। জানিনা তোমরা আমাকে মনে রাখবে কিনা। হয়তো চিরদিনের জন্য ভুলে যাবে...... মুছে ফেলবে তোমাদের মন থেকে।
বিশ্বাস কর আমি তোমাদের অন্তরে থাকতে চাই সারাজীবন। কখনো সুখের স্মৃতি হয়ে আবার কখনো দুঃখের স্মৃতি হয়ে।
চাইলেই কি সব কিছু করা যায়? ভুলে যাওয়া যায় সবকিছু? আমি যেতে চাইনি। কিন্তু এই প্রকৃতির নিয়ম যে বড় অদ্ভুত। তাই সেই নিয়ম মেনেই আমাকে চলে যেতে হচ্ছে।
যদি কোন কষ্ট দিয়ে থাকি তাহলে তা মন থেকে মুছে ফেলো। ক্ষমা করে দিয়ো আমাকে। বিদায় বন্ধু বিদায়....................................
............
............
............
............
............
............
হ্যাঁ বন্ধুরা এই আকুতি ভরা কথাগুলো কেবল বিদায়ী বছরের শেষ দিনের কথা। আজ ১৪১৯ সালের শেষ দিন। অনেক ভালো মন্দ মিলিয়েই কেটেছে এই বছরটা।
হয়তো কারো জীবনে এই বছরে সুখের পাওনা বেশি আবার কারো জীবনে দুঃখের পরিমাণটাই বেশি। সুখ আর দুঃখ মিলিয়েই আমাদের জীবন। তাই আশা করি সব দুঃখকে ভুলে গিয়ে আমরা আবার নতুন করে নিজেকে সাজাতে পারবো। পুরানো বছরের সুখের স্মৃতিগুলি সাথে নিয়ে নতুন আনন্দ দিয়ে ভরিয়ে তুলতে পারবো ১৪২০ সালের প্রতিটা দিন। তাহলে শুরু হোক পথ চলা..................
সবার প্রতি রইলো নববর্ষের প্রাণঢালা অভিনন্দন।
ভালো থেকো সবাই প্রতিটিক্ষণ। শুভ হোক নববর্ষ ১৪২০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।