আমাদের কথা খুঁজে নিন

   

দ্য মোড়ল ধাঁধাঁ - ২

মোড়লের বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে। খেতে বড় মন চায়। তবে তার জন্য এক কথায় প্রকাশ পারতে হবে। বাকস্বাধীনতা শাল কাপড়ে পেচিয়ে ফাঁসি দেয়া---- এর এক কথায় প্রকাশ কি? আমি তো শুনেই ধাঁধাঁয় পড়ে গেলাম...বাংলায় কি কাঁচা নাকি আমি!! সবাই নাকি জানে...কিন্তু আমি জানিনা।!!! ওহ আজকের ধাঁধাঁর ও একটাই শর্ত...মোড়লকে খুশি করতে হবে, মোড়লকে খুশি করতে হবে এবং মোড়লকে খুশি করতে হবে। পারবেন নাকি কেউ তাহলে আমাকে একটু সাহায্য করেন। কে কে পারবেন হাত তুলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।