আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ -১৪২০

কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে। ভ্রমণ আমার ভাল লাগে্‌ তাই সবার মাঝে তা জানাতে চাই। সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ বাংলাদেশের বাংলা বছর আজ হয়েছে শেষ নতুন দিনে নতুন বছর ছড়াল তার রেশ। নতুন প্রানে নতুন গানে নতুন বছর আসে দুখের বোঝা পেছনে ফেলে নতুন এল পাশে।

কালবোশেখি রথের মেলা নানা রকম সাজ ঝরো বাতাস মেঘলা আকাশ নানান কারুকাজ। গাছে গাছে আমের মুকুল ঝড় যে কখন আসে তবুও যে আনন্দেতে প্রকৃতি আজ হাসে। মেলায় চলো মেলাতে যাই মানুষ গুলো ছুটে শুকনো পাতা ঝরে পড়ে নতুন ফুটে উঠে। নতুন বছর তোমায় আমি জানাই আমন্ত্রন সুখে যেন থাকে সবাই হাসি খুশি মন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।