© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । সাম্প্রতিক সময়ে ব্লগে সাধারণ ব্লগারদের ইভ টিজিং এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে সেটা আমরা সবাই জানি। যার ভূমিকা শুরু হয় ব্লগার সর্বনাশার এই পোষ্ট ধরেই । যেখানে কতিপয় যুবক দ্বারা ইভ টিজিং এর শিকার হোন একজন মেয়ে,এবং সেই কতিপয় যুবকরা নিজেদের পরিচয় দেয় ইউল্যাব(ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস) এর শিক্ষার্থী বলে।
এর পর সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের কাছে ইউল্যাব এর মেইল পাঠানোর বিষয় ,তদন্ত টিম গঠন ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে আমরা জানি।
কিন্তু সাম্প্রতিক সময়ে তদন্তের নামে ইউল্যাব কর্তৃপক্ষের সময় অপচয়,ব্লগারদের ভুল কে পুঁজি করে ইউল্যাবের স্ট্র্যাটেজি ,আন্দোলনরত ব্লগারদের হুমকি,ব্লগারদের নিয়ে ইউল্যাবের নোংরা খেলা ইত্যাদি বিষয় আমরা দেখতে পাই।
ফিউশন ফাইভ এর আপডেট ফলোআপ
উপরন্তু সাধারণ ব্লগারা এ নিয়ে একত্রিত হয়ে আজ মিটিং করেছেন । যার আপডেট আমরা পাই এই খানে। কিন্তু একজন সাধারণ ব্লগার হিসেবে আমার কথা হলো:
১.এই মিটিং/আন্দোলনের পরবর্তী সুনির্দিষ্ট দিক নির্দেশনা কি ?
২.তদন্ত রিপোর্ট ঠিক কত সময়ের মধ্যে দেওয়া হবে?নাকি এই রিপোর্ট এর নাম করে ইউল্যাব কর্তৃপক্ষ পুরো বিষয়টা চাপা দেওয়ার অপচেষ্টা !
৩. দোষী কে খুঁজে বের করার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
৪.দোষীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা ?
৫.ইউল্যাব কর্তৃপক্ষের সামগ্রিক প্রশ্নবোধক কর্মকাণ্ড নিয়ে ব্লগারদের ভাবনা/পদক্ষেপ কি হতে পারে ?
এই সব প্রশ্ন হয়তো শুধু একা আমার না । আমার মত হাজারো ব্লগারের হয়তো এ নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে।
যদি অশুভ শক্তি ভেবে থাকে এই আন্দোলন তারা দমন করতে পারবে,তাহলে ভুল। ব্লগ বর্তমানে সমাজের এক দর্পণ স্বরূপ। এই শক্তিকে থামানো তাই অতিমাত্রায় ভুলের সমান,কারণ,যেকোন পরিস্হিতিতে ব্লগারদের এক হওয়ার বিষয় নতুন কোন উদাহরণ না।
ইভটিজিং এর বিরুদ্ধে একত্রিত হচ্ছি ফেসবুকে আমরা ব্লগারা, আপনি ও সাথে থাকুন আমাদের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।