আমাদের কথা খুঁজে নিন

   

সেইসব নারীদেরকে বলছি....

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... মেয়েদের বীচ ভলিবলে কি মানুষ ক্রীড়া কৌশল দেখে নাকি বিকিনি পরা শরীর দেখে? সাম্বা নৃত্যের সংস্কৃতির মূল আকর্ষণ কি আসলেই নৃত্য,নাকি নগ্নতা? মুন্নী,শিলা এই আইটেম সংগ গুলোতে ''মেয়ে বলতেই পতিতা'' এই বার্তা দেয়া হচ্ছে না কি? প্রতিটি ছবিতে 'বিকিনি গার্ল' নামে আজকাল আলাদা চরিত্র আনা হচ্ছে…এটার উদ্যেশ্য কি? রেজরের বিজ্ঞাপনে যখন অর্ধোলঙ্গ হয়ে পুরুষের গাল টানো,তখন লোক রেজরের গুণ দেখে,নাকি তোমার রুপ দেখে? ব্রান্ড নিউ গাড়ির সামনে মিনিস্কার্ট পরে পায়ের ওপর পা তুলে যখন ক্যামেরার সামনে পোজ দাও,তখন সবাই গাড়ির মাইলেজ,স্পীড দেখে নাকি তোমার অনাবৃত পা দেখে? বডি স্প্রের বিজ্ঞাপনে যখন স্প্রের গণ্ধে কামোন্মত্ত হয়ে নিঃশ্বাস নাও, তখন মানুষ স্প্রের গুণ দেখে নাকি,তোমার অঙ্গভঙ্গী দেখে 'পুলকিত' হয়? চকোলেটের বিজ্ঞাপনে যখন ঠোটে চকলেট মাখিয়ে জিহ্বা দিয়ে চাটো,তখন মানুষ চকোলেটের স্বাদ অনুভব করে,নাকি তোমার জিহ্বার? সাবানের বিজ্ঞাপনে যখন বাথটাবে নিজের শরীর দেখাও,তখন মানুষ সাবানের গুণ দেখে,নাকি বাথটাবের আড়ালে তোমার শরীরের না দেখা অংশ কল্পনা করে? সিনেমাতে সুমদ্রতীরে নায়ক কিন্তু সুইমিং কাষ্ট পরে নাচে না কিন্তু নায়িকাকে টু পিস পরিয়ে নাচানো হয়। তীব্র শীতে নায়িকাকে পাতলা শাড়ী পড়ে নাচানো হয় কিন্তু পাশে দাড়ানো নায়ক ওভারকোট মাফলার পরা থাকে। হায় নারী!! বছরের পর বছর তোমরা ব্যবসায়ীদের পন্যে পরিনত হয়েছো, তোমাদেরকে নিয়ে প্রতি বছর আয়োজন করা হয় লাক্স-চ্যানেল আই সেরা সুন্দরী নির্বাচন আসর। সেখানে খোলামেলা পোষাকে তোমাদের বিপুল দর্শকদের সামনে উপস্থাপন করা হয় দর্শক হাততালি দেয় তুমি পুলিকিত হও আনন্দে, গর্বে তোমার চোখ চিকচিক করে উঠে এবং তুমি মনে করো তোমার মান-সম্মান বাড়ছে, আসে তা নয়....পরিবারে, সমাজে ও রাস্ট্রে মান-সম্মান একেক নারীর একেক মাত্রায় ও উচ্চতায় কিন্তু সম্ভ্রম প্রত্যেকটি নারীরই সমান। নারী তুমি কি জানো না,দেখো না আমাদের সমাজে এমনও অনেক নারীরা আছে যারা তাদের সম্ভ্রম, শালীনতা বাচাঁতে নিজের জীবন দিতেও প্রস্তুত থাকে, তারা কি তোমার উদাহরন হতে পারে না। কেন বোঝাতে পারিনা তোমরা আমাদের মা ও বোনের জাতি, তোমাদেরকে নারী স্বাধীনতার ধোয়া তুলে শোকেসে আবদ্ধ পণ্য করে রেখেছে সবাই…যার ইচ্ছা সে খেলে,ইচ্ছা না হলে ভেঙ্গে ফেলে…তুমি বুঝনা আর বুঝলেও অনেক দেরী হয়ে যায়... তোমাদের বলা হয়নি তোমরা ঘরে বন্দি থাকো.....শুধু চাই সামাজিক ও রাস্ট্রীয় মর্যাদা নিয়ে বাচোঁ......সেটা চাওয়া কি অন্যায়, মধ্যযুগীয়। তোমরা পরিবারে, সমাজে ও রাষ্ট্রে তোমাদের মেধা, বুদ্ধি, মননশীলতা, আবেগ দিয়ে অবদান রাখো, এগিয়ে যাও কিন্তু তা অশালীন হয়ে নয়। আর কতভাবে বোঝালে নিজেদের সম্মানটা রাখতে শিখবে? নিজের শরীর বিলিয়ে দেওয়াটা স্বাধীনতা নয়, আধুনিকতা নয়..... সুন্দরী প্রতিযোগীতায় অংশ নেয়া রমনীদের বাবা-মায়েদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাইঃ ১) যখন আপনার মেয়েকে দেখে কেউ তালি বাজায়, অথবা শিশ দেয় তখন আপনার কি গর্বে বুক ভরে ওঠে ? ২) যখন আপনার মেয়ের পরণে থাকে টাইট ফিটিং কাপড় (যার মধ্যে দিয়ে তার শরীরের প্রতিটি অংশের আকার বোঝা যায়) আপনিও কি হাজার দর্শকের মত তা উপভোগ করেন ? ৩) যখন আপনার মেয়েকে স্মার্ট বানানোর নামে ছোট কাপড় পরানো হয়, বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলানো হয়, তখন আপনি কি মুচকি হাসেন ? ৪) যখন আপনার মেয়ে এসএমএস এর জন্য সবার কাছে কাকুতি-মিনতি করে তখন কি আপনার মনে হয় আপনারও সবার কাছে এসএমএস চাওয়া উচিৎ ? ৫) আপনারা নিশ্চই আপনার মেয়েকে মা ডাকেন, আপনার মা কে হাজার হাজার মানুষের মাঝে উন্মুক্ত করতে আপনাদের বিবেকে একটুও বাধে না ? বিঃদ্রঃ আমার এই পোষ্টে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা করবেন। ধন্যবাদ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।