আমাদের কথা খুঁজে নিন

   

রং লেগেছে কৃঞ্চচূড়ায়, মনকে দোষ দিয়ে লাভ কী...........................

হার্ট যা পারে হাত এবং মুখ একযোগেও তা পারে না... চ্যালেঞ্জ করতে পারি, এর চেয়ে বেশি রোমান্টিক গান বাংলায় খুব কম আছে.... গাংচিলের ডানায় দিলাম এক আকাশ নীল মেঘে মেঘে ভালবাসার আজ হবে মিছিল প্রয়োজনে বৃষ্টি হবে ভিজিয়ে হৃদয় ভালবেসে শুদ্ধ হব মেনে পরাজয়। }} আকাশ পানে চেয়ে একাকী নিরব রাতে মনে পড়ল তোমায় হঠাত করে ইচ্ছে হল তোমায় ভেবে কাটাব কিছু সময়। }} দেয়ালের গায়ে নয় গাছের পাতায় নয় লিখেছি বুকের মাঝে একটি নাম, সে নাম তোমার ওগো মুছবে না কোনদিনও যত দিন থাকবে বেচে এই প্রান। }} এই সেই বুকের জমিন হৃদয় থাকে যেখানে পুরোটাই লিখে দিলাম তুমি থেক সেখানে। }} তোমাকে আমি রাখব হৃদয়ের গহীনে বৃষ্টিতে ভিজবে না খরতাপে পুড়বে না থাকবে সেখানে তুমি যতনে।

}} পাখিদের নীড়ে ফেরা গোধুলী বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায় সুনীল আকাশ যেন তোমার দু’চোখ স্বপ্নের করিডোরে ডাকছে আমায় এমন মধুর ক্ষণে এসো গো তুমি তোমারই প্রতীক্ষায় রয়েছি আমি। }} যদি সব সাগরের জল কালি হত যদি পৃথিবীর সব গাছ লেখনি হত আর সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হত না। }} মাঝ রাতে চাদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাদ দেখ নি আকাশের নীল যদি আধারে মিলায় ভেবে নেব তারে তুমি মনে রাখ নি। }} তুমি যদি চাও র্সর্যকে নিয়ে যাব তোমাদের বাড়ি তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেব আড়ি যদি তোমার দু’ চোখ রাত্তির খোজে পৃথিবীকে দেব মুড়ে তুমি চাইলেই বোবা পৃথিবীটা ভরে দেব সুরে সুরে তুমি কে, তুমি কে? তুমি চাইলেই চিতকার করে বলব তোমার নাম তুমি কে, তুমি কে? }} মনের সমুদ্র থেকে ভালবেসেছি শুধু তোমাকে নীল জলরাশিতে আজ উথাল পাথাল ঢেউ তুমি দেখেছ কি কখনো ধ্যানমগ্ন প্রমিক আমি তোমার জন্য হয়েছি সন্ন্যাসী। }} নীল জোনাকী তুমি ঘুমিয়ে পড়ো রাত্রি তুমি হও আরো বড় আমি ভালবাসব প্রিয়াকে আরো আমি ভালবাসব প্রিয়াকে আরো।

}} ((পৃথিবীর সব আলো নিভে যদি যায় সেদিনও তুমি শুধু থাকবে আপন যতদিন পৃথিবীতে থাকব বেচে ততদিন তোমাকে খুজবে এ মন। )) কবির কাব্য তুমি আধো-আলো ছায়া তুমি তোমারই মাঝে গেছি হারিয়ে মায়াবী দু’টি চোখে স্বপ্ন লুকিয়ে থাকে কাছে যেন ডাকে হাত বাড়িয়ে ও রূপবতী মেয়ে। }} আমায় ফুলেরা বলল আমি যেন বাগানে না নিয়ে যাই তোমায় তোমার রূপ দেখে বাগানেরও ফুল লুটিয়ে পড়ে নাকি ঘাসেরও গালিচায়। }} সে যে আমার মনে থাকে নাই বুঝি কারো মনে ঝরো ঝরো বৈষম্য, ওঠে প্লাবন প্রতি ক্ষণে মেঘে মেঘে হোক যত কালো তবু তারে যে বেশি ভাল। }} বোনাস................................................................................................. ও চাঁদ, তোমার মত একটি চাদ আমারও আছে তুমি থাক বহুদূরে সে থাকে হৃদয় জুড়ে ভালবাসার স্বপ্ন হয়ে আমারই কাছে।

}} বি:দ্র: প্রতিটি গান রাত্রি বারোটা পরবর্তী সময়ে শ্রবিবত্য অথবা গাইতব্য। * *শর্ত প্রযোজ্য: লাইট অফ থাকিতে হইবে অথবা লাইটের পাওয়ার কমাইয়া দিতে হইবে – এবং ততসঙ্গে ইহাও প্রযোজ্য যে, “পাশে সমলিঙ্গের কেহ থাকা যাইবে না। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।