অশালীনতা পরিহার করে যুক্তির কথা বলার নাম মননশীলতা বাংলাদেশে কাউকে দাবিয়ে রাখার সংস্কৃতি কবে বন্ধ হবে কে জানে ! এই দেশে মুক্তচিন্তার দায়ে মানুষ মেরে ফেলা হয় । কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় । প্রকাশ্যে রাজপথে কুপিয়ে- পিটিয়ে জখম করা হয় মানুষকে । কারো মতামতকে গলা টিপে হত্যা করা হয় । বাসা- বাড়ি, অফিসে গিয়ে হুমকি, মারধোর, খুন করে আসা হয় যার আবার বিচার থাক দূরের কথা আসামীদের পর্যন্ত ধরা হয়না ।
কারো বই নিষিদ্ধ, বাজেয়াপ্ত, প্রকাশনা স্থগিত করে রাখা হয় । কারো ফেইসবুক স্ট্যাটাস দেখে জেলে ঢুকানো হয়, কোন ব্যক্তি মানুষের সমালোচনা করে স্ট্যাটাস প্রদানকারী ব্যক্তির নামে রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর মামলা দেয়া হয় । আবার কারো ফেইসবুক আইডিকে গণহারে রিপোর্ট করিয়ে বন্ধ করে তার মতামত প্রদানের স্বাধীনতাকে নির্দয়ভাবে খুন করা হয় ।
আমি আরিফ জেবতিক এবং অমি রহমান পিয়াল ভাইদের ফেইসবুক আইডি গণহারে রিপোর্ট করিয়ে বন্ধ করে রাখার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেইসাথে আশা রাখছি এই সংস্কৃতি বন্ধ হওয়ার । মতামতের জবাব যুক্তিপূর্ণ মতামতের মাধ্যমে দেয়ার ধারা চালু হবে- সেটাই প্রত্যাশা ।
কারো কথা বলা বা কলমের স্বাধীনতায় নোংরা হস্তক্ষেপ করা বন্ধ হোক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।