আমাদের কথা খুঁজে নিন

   

আজ কি ডেটিং

আজ সুপার মুন, চাঁদ পৃথিবীর গড় দূরত্বের থেকে ও আজ চাঁদ প্রায় ২৮ হাজার কিলোমিটার কাছ থেকে দেখা যাবে আর সর্বোচ্চ দূরত্ব থেকে প্রায় ৫১হাজার কিলোমিটার ! কিন্তু চাঁদ পৃথিবী র মধ্যকার দূরত্বের পরিসীমা কি স্থির ? উত্তর টা মনে হয়- না, মহাবিশ্বের সব কিছুই একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, চাঁদ ও পৃথিবীর মায়া একটু হলেও কাটাচ্ছে তবে বছরে গড়ে এই দূরত্ব বৃদ্ধির হার প্রায় ৩.৮২ সেন্টিমিটার সুতরাং চাঁদ কে হারিয়ে পৃথিবীর ছ্যাকা খাওয়া প্রেমিক হয়ে যাবার কোন সম্ভাবনা নাই আজ ওদের ডেটিং বেচারা দের একটু চিপায় চাপায় যাবার জায়গা ও নাই এই সুযোগে এদের প্রাইভেসি নষ্ট করা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব যদিও এরা বড় ই বেহায়া আমাদের গোনেই না, সৌন্দর্য্যের দার হাট করে খুলে সামনে দাড়িয়ে থাকে যেন কোন অষ্টাদশী প্রেমিকা চুপি চুপি উঠে আসে ছাদের উপর অভিসারে তারপর ভুলে যায় লজ্জা শরম ;P বিঃদ্রঃ কিছু কিছু দিন চাঁদের দেখা পাওয়া যায় রাত দশ টা এগার টার পরে, ঐ সব দিনের কমলা রং এর বাংলালিংক চাঁদ বাদে বাকি সব দিন কিন্তু চাঁদ দেখতে হয় ছ'টা থেকে রাত দশ টার ভেতর, এর পর পুরা ই টপ মুন; মাথর উপরের চাঁদ কখনো ই দর্শনীয় নয় সুতরাং......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।