May 05,2012
salary=notun jama=anondo
May 06,2012
ছোটবেলার সেই তৈলাক্ত বাঁশ আর বানরের অংকটা মনে পড়তেছে(একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ১ম মিনিটে ৫ ফুট উপরে ওঠে আর তার পরের মিনিটে ৪ ফুট নিচে নেমে যায়…) তখন ভাবতাম এই অদ্ভুত অংকের শানে নজুল কি। বানর উপরে ওঠার জন্য আর কিছু পাইলোনা? কেন তৈলাক্ত বাঁশ?
এখন বুঝতে পারছি যে এই অংক বানিয়েছে সেই বেটা একটা জিনিয়াস।
পুরা লাইফ টাই একটা তৈলাক্ত বাঁশ আর আমরা এক একটা বানর।
May 11,2012
আমার জানে জিগরি বাল্যবন্ধু Sharmin Akter Poly আসছে অনেক দিন পর ..তার জন্য রাধঁছি এচোঁড়(কচি কাঠাঁল)দিয়ে গরুর মাংস...
বেচেঁ থাকা একটি আনন্দময় ঘটনা
May 12,2012
একটি প্যারোডি রচনার ফালতু চেস্টা!
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !
প্রশ্নপত্র তৈরির কস্ট
ইনভিজিলেশন দেওয়ার কস্ট
স্ক্রিপ্ট-চেকিং এর পেইন খাওয়ার তুমুল কস্ট
গ্রেড সাবমিশনের ডেডলাইনের কালো কষ্ট
নানান ঢঙের কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
সবার(স্টুডেন্ট) সাথে ইদুঁর-বিড়াল খেলার কষ্ট
তিনটি ঘন্টা খুব নীরবে বসে থাকার ব্যাপক কষ্ট
এসির বাতাস আর ঘুম পাড়ানী নীরবতায়
শকুন চোখে তাকিয়ে থাকার তুমুল কষ্ট।
ইচ্ছে হলেই যখন খুশি
বাইরে যাওয়ার স্বাধীনতা
নস্ট হবার কষ্ট আছে।
কষ্ট নেবে কষ্ট ?
আর কে দেবে আমি ছাড়া
এমন জটিল কষ্ট?
স্ক্রিপ্ট-চেকিং করতে গিয়ে
আমার মত ক'জনের আর
মাথা হয়েছে নষ্ট?
May 15, 2012
গরমে মাথা পুরাই নস্ট!ঘুমাতে পারছিনা,খেতে পারছিনা,সারাক্ষন অস্থির অস্থির লাগছে ...
ছোটবেলাটাই ভালো ছিল। প্রতি গ্রীষ্মে আম্মা মাথা ন্যাড়াবেল বানিয়ে দিতো। আর আমরা ন্যাড়া মাথা নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতাম।
চাকরি ছিলনা,স্ক্রিপ্ট-চেকিং ছিলনা, দায়িত্ব ছিলনা,প্রতিদিন সেজে-গুজে অফিস যাওয়া লাগতোনা…
আহা!কত শান্তির ছিল সেই দিন গুলো...
May 17,2012
আমার আব্বু আর আম্মু ছিলেন দুই মেরুর মানুষ...আব্বু ছিলেন একেবারেই অন্য রকম-নিজের স্বা্র্থ নিয়ে কখনো ভাবতেন না; ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত মানুষের উপকার করে বেড়াতেন...আর পড়াশোনা নিয়ে থাকতেন ।
একই সাথে আব্বু ছিলেন চরম রোমান্টিক। আর আম্মা হলেন মাটিতে পা রাখা চরম বাস্তববাদী নিপুন সংসারী মানুষ।
আব্বু- আম্মুর পয়ত্রিশ বছরের সংসারে খিটিমিটি ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা।
আম্মা সহ আমাদের সবার একটা বৈশিষ্ট্য হল-বয়সের চেয়ে আমাদের বেশ খানিকটা ছোট দেখায়। আম্মাকেও অনেক ইয়াং লাগতো এতোকাল।
অথচ আব্বু নাই –দেড় বছর ও হয়নি। মাত্র দেড় বছরেরও কম সময়ে আম্মা পুরোপুরি বৃদ্ধ হয়ে গেলেন।
ভালবাসা একটা অদ্ভুত ব্যাপার।
May 29,2012
অনন্ত জলিলের ‘স্পীড’ সিনেমাটা দেখার জন্য মন ব্যাকুল হয়েছে। কিন্তু সঙ্গী-সাথী পাওয়া যাচ্ছেনা।
আমার উচ্চমার্গীয় রুচিশীল বন্ধু-বান্ধবরা আমার ইচ্ছার কথা শুনেই ছি-ধিক্কার দিচ্ছেন। আমি এখন কি করবো???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।