অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব' সুইসাইড ওপাড়ের শহর ঢেকে গ্যাছে চিলের ছায়ায়, গাছগুলো ঢুকে গ্যাছে আকাশের পেটে, সফেদ বালিপাহাড়ের বুক থেকে আঙ্গুলে অস্তন্মুখ সুর্যের শেষ স্পর্ষানুভুতি্টুকু নিয়ে তিনটে সারস উড়ে গ্যালো গোধুলীর বুকে, সময়ের ভাঁড়ার থেকে ফুরায়ে যাচ্ছে রৌদ্রের তিমির আর্ত রাত্রিপথে...... নদীজল ঝরে পড়ে বালুচরে সাঝের বেলায়, তীরে দাড়িয়ে দেখি জলঘরের প্রতি পৃথিবী বন্দী আমার আমি; জলের মৃদু প্রহারে ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছি, জলনীলিমার বুকে আড়াআড়ি মনে হয় অপবিদ্ধ নদীর মুখ চেয়ে আছে একটি সপ্রতীভ চুম্বনের প্রত্যাশায় মুক্তাচাঁদ পাহাড়ের পিছন থেকে লাফ দিয়ে সামনে এসেছে হাঁড় সাদা এক চিজবল, আধাঁরমোড়া বাতাসের শরীরে একে একে ঢুকে পড়ছে তার বিশ্বস্ত রিবনগুলো বটবৃক্ষের চুড়ায় বিরাট একটা হলুদ মথ ছড়াচ্ছে গার্হস্থ্য জোছনার বিষ, মনোলিথগুলোর চুড়ায় ঘু্মাচ্ছে গোলাকার একটা স্নো-ফ্লেক, নীলের সাগরে ভেষে চলেছে শাদা পালতোলা এক ভুতড়ে জাহাজ অতপর, শরীরে নীলজামা জড়িয়ে আকাশের ঝিনুক খোলে আবারো হারিয়ে গ্যালো একটা মুক্তা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।