আমাদের কথা খুঁজে নিন

   

=== বন্ধুতা (শেষ অংশ) ===

১ম পর্বের পর অরু আর আমার বিশ্ববিদ্যালয় জীবনটা বেশ ভালোভাবেই কাটতে লাগল । সারা মাস ঘুরে ঘুরে আড্ডা দিয়েও পরীক্ষার কিছুদিন আগে লেখাপড়া করেও পাশ করে যাচ্ছিলাম । ফার্স্ট ইয়ার,সেকেন্ড ইয়ার...। জীবনে এই প্রথম বার অরুকেও দেখলাম, আমার মত লেখাপড়ায় ঢিল দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে আছে । প্রতিদিনই লাইব্রেরী থেকে নানা রকম বই এনে, নীলক্ষেত থেকে বই কিনে কিনে রুমটাকেই ছোটখাটো লাইব্রেরী বানিয়ে ফেলল ।

ক’দিন পর সিদ্ধান্ত নিলো, ছাত্র-ছাত্রী পড়াবে । নিজের জ্ঞানের চর্চাও হবে, উপরি কিছু আয়ও হবে । সব শুনে আমি হাই তুলি শুধু । আমি সাধারণ মানুষ । এইসব হাইপথেটিকাল চিন্তা-ভাবনা আমার মাথার তিন হাত উপর দিয়ে যায় ।

আমি শুধু মাথা নেড়ে সায় দিয়ে যাই । আর আপনমনে আমি আমার সঙ্গিনী, মানবীকে খুঁজে বেড়াতে থাকি । দেখতে দেখতে থার্ড ইয়ার ফাইনালের তারিখ ঘোষণা হল । পরীক্ষা শুরু হওয়ার দেড় মাস আগে প্রায় কোমর বেঁধে পড়তে বসে যাই, বাইরে ঘুরাঘুরি তো দূরে থাক; বন্ধুদের মধ্যে কেউ পার্টি দিলেও যাই না । আর পরীক্ষা শুরু হওয়ার সাত দিন আগে থেকে টয়লেট যাওয়াও প্রায় বন্ধ করে দিলাম ।

মা ফোন করলে, “খুব ব্যস্ত আছি বলে” বলে অরিন্দমকে মোবাইলটা দিয়ে দেই । অরিন্দমও ধীরে-সুস্থে অনেকক্ষণ লাগিয়ে কথা বলে মা’র সাথে । আমি যখন রাতের পর রাত জেগে বই পড়তে পড়তে ঘুমানোর সময়টাও পাই না, তখন অরুর বাচ্চা অরু নাক ডাকিয়ে ঘুমায় । ইচ্ছা করছিল, কষিয়ে একটা লাথি মারি । সেবার কোনোরকমে সম্মান বাঁচিয়ে পরীক্ষাতে উতরে যাই ।

পরীক্ষা শেষে আবারো অবসর । এইবার আমি সিরিয়াস হয়ে গেলাম । একটা প্রেম তো করতেই হয় । আর কতদিন রিলেশনশিপ স্ট্যাটাসে “single” দিয়ে রাখা যায় ! ছোট ছোট পোলাপানের দুইটা-তিনটা করে গার্ল ফ্রেন্ড , আর আমার একটাও নাই ! এইটা তো কোনোমতেই মানা যায় না । কিন্তু আমার এই অতি উৎসাহ মাঠে মারা যায় ।

কারণ, আমার নিজের কাছেই কোন মেয়েকে মন মত মনে হত না । তাই শেষমেশ হতাশ হয়ে অন্যান্য বন্ধুদের তাদের ‘ইয়ে’দের সাথে “ইমারজেন্সী প্রাইভেট আলাপ” এর সময় পাহারা দিয়ে বেড়াই । এভাবেই একদিন রাফির ‘অবিবাহিত স্ত্রী’ এর সাথে দেখা করার জন্য রাফির সাথে আমাকে যেতে হল ঢাকা মেডিকেলে । ‘পাহারাদার’ হিসেবে । আমি হাই তুলতে তুলতে সেই ‘গুরুদায়িত্ব’ পালন করে যাচ্ছিলাম ।

আর তখনই দেখা হয় একটা মেয়ের সাথে । আর জীবনে প্রথমবারের মত হা করে তাকিয়ে থাকলাম কোন মেয়ের দিকে । সেদিন প্রথম দেখা হয় । এরপর আরও অনেক জায়গায় মেয়েটার সাথে দেখা হতে থাকে আমার । আর আমিও নিজের উপর সব রকমের নিয়ন্ত্রণ হারিয়ে তাকিয়ে থাকি মেয়েটার দিকে ।

একদিন আমি আর অরু শাহবাগের দিকে যেতে গিয়েও হঠাৎ করেই মেয়েটার সাথে দেখা হয়ে গেল আমাদের । আমি যথারীতি ভ্যাবলার মত মেয়েটার দিকে তাকিয়ে থাকতে গিয়ে হঠাৎ খেয়াল করি, মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে । একসময় আমার দিকেই আসতে লাগল ! সত্যি বলতে আমি বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম । নিজের চোখ দুটোকে গালাগাল করতে গিয়ে দেখি মেয়েটা আমার ঠিক সামনেই হাসিমুখে দাঁড়িয়ে আছে । আমি প্রায় বলেই ফেলেছিলাম যে আমি আমার আচরণে দুঃখিত ।

কিন্তু তার আগেই দেখি মেয়েটা হাসিমুখে অরিন্দমের সাথে কথা বলছে । আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেই অবাক হয়ে ভাবতে লাগলাম, অরু এই মেয়েকে চিনে কিভাবে ! নিজেদের মাঝে কিছুক্ষণ কথা বলা শেষে অরু আমাদের মাঝে পরিচয় করিয়ে দিল । মেয়েটার নাম জানলাম । ফারিয়া । ঢামেক এ এবছর ভর্তি হয়েছে ।

অরু, ফারিয়ার প্রাইভেট টিউটর ছিল । তাই অরুকে “স্যার” সম্বোধন করছিল ফারিয়া । পরিচয় পর্বের সময় মেয়েটা আমার দিকে তাকিয়ে এতো সুন্দরভাবে একটা হাসি দিল যে, আরেকটু হলেই আমি ঐ রাস্তাতেই পড়ে যেতাম । কিছুক্ষণ পর মেয়েটা চলে যেতেই আমি অরুর শার্টের হাতা ধরে টানতে লাগলাম । “দোস্ত...” “ফারিয়ারে দেখলে তোর সার্ভার হ্যাং মারে... এই তথ্য কি তাহলে সত্য ?” “তুই জানলি কিভাবে !?” অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি ।

অরু তখন হেসে উত্তর দিল, “এতো বছর তোর সাথে আছি... আর এইটা না বোঝার কি আছে ?!” আমি তখন অনুনয়, বিনয় শুরু করে দিলাম, ফারিয়াকেই চাই । অরু তখন বিশাল ভাব মেরে বলল, “সবুর কর...সবুর কর । সবুরে ফারিয়া ফলে । ” আমি ‘সবুর’ করলাম । ফারিয়াও ‘ফলল’ ।

ঝগড়া-ঝাঁটি, খুনসুটির মধ্যে দিয়ে প্রেম চলতে লাগল আমাদের । আমিও বুয়েট থেকে পাস করলাম । চাকরী পেলাম । এই প্রথম অরু আর আমার কর্মক্ষেত্র আলাদা হল । অরু আমার থেকে আরও ভালো চাকরী পেল, সেটাই স্বাভাবিক ছিল ।

ঐদিকে বাবার সম্মতিতে মা আর অরুকে দিয়ে ফারিয়ার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হল । ফারিয়ার বাবা-মাও তাতে দ্বিমত করেন নি । -------------------------------------------------------- পুরোহিত এসে একবার চারপাশে তাকালেন । অস্তগামী সূর্যের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে মন্ত্র পড়া শুরু করলেন । চন্দন কাঠ আনা হয়েছে ।

অরিন্দমের এক মামাতো ভাই এসেছেন । পঁয়ত্রিশ-ছত্রিশ এর মত বয়স । একটু পর পর রুমাল দিয়ে মুখের ঘাম মুছে নিচ্ছেন । বিরক্ত মনে হল তাঁকে । মাথা ঘুরিয়ে পেছনের দিকে একবার তাকালেন, অবাক চোখে ।

তাঁর দৃষ্টি অনুসরণ করে আমিও সেদিকে তাকালাম । অনেক অনেক মানুষ । সবাই একবার অরুকে দেখতে চায় । একজন একজন করে এসে দেখেও যাচ্ছে । আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে আবার অরুর মামাতো ভাই এর দিকে তাকালাম ।

ভদ্রলোকের নাম অভিজিৎ । স্বর্ণের ব্যবসায়ী । অথচ অরুর সাথে কোনোদিন তাঁকে যোগাযোগ করা তো দূরে থাক, কথা বলতেও দেখিনি । আমার হঠাৎ করেই রাগ উঠতে লাগল লোকটার উপর......প্রচণ্ড রাগ......প্রচণ্ড । পুরোহিত বলার পর কিছু লোক এসে অরিন্দমকে চিতার উপরের কাঠের উপর শুইয়ে দিয়ে গেল ।

অভিজিৎ এর হাতে একটি মশাল ধরিয়ে দেয়া হল । পুরোহিতের সাথে তিনি মন্ত্র পাঠ করতে লাগলেন । “ওঁ দেবাশ্চাগ্নিমুখা এনং দহন্তু ” মন্ত্র পাঠ শেষে একটি মাটির তৈরি হাঁড়ি অভিজিৎ এর কাঁধে বসিয়ে দেয়া হল । তারপর সেটির পেছনের অংশটি ভেঙ্গে দেয়া হল । অরুকে মাঝখানে রেখে তিনি সেই হাঁড়িটি নিয়ে চারপাশে ঘুরতে লাগলেন, আর হাঁড়িতে থাকা পানি পড়তে লাগল ।

পুরোহিত এবং অভিজিৎ দুজনেই মন্ত্র পড়তে লাগলেন । “ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্ম জনতা বাপ্যজনতা । মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম । ধর্মাধর্মংসিমাযুক্তং লোভমোহসমাবৃতম । দহেয়ং সর্ব্বগাত্রানি দিব্যান লোকান ম গচ্ছাতি ।

” আকাশের কালিমা হঠাৎ করেই সরে গেল । ঠাণ্ডা, মৃদু-মন্দ বাতাস আমাদের গায়ে এসে লাগল । আমি অরুর দিকে তাকালাম । শেষ বিকেলের আলো এসে পড়ছে ওর মুখে । শান্তির ঘুমে মগ্ন অরু ।

---------------------------------------------------------------- ফারিয়ার সাথে আমার বিয়ের দিন-তারিখ ঠিক করা হল । মা-বাবাকে ততদিনে আমি ঢাকায় নিয়ে এসেছিলাম । আমি , অরু আর বাবা-মা । আমি, মা আর অরু কেনাকাটার জন্য যাই মার্কেটে । কেনাকাটার ফাঁকেই জিজ্ঞেস করছিলাম, “তোর পছন্দের কোন মেয়ে থাকলে বল ... দুই দোস্ত একসাথে বিয়ে করে ফেলি ।

” অরু হাসতে হাসতে বলল, “তোর নিজের বিয়ের ব্যবস্থা করলাম আমি । আর তুই শালা আমার বিয়ের পাত্তা লাগাস ...” “সেইটা ঠিক । কিন্তু তোর একটা বিয়ে দিয়ে দিলে ভালো হয় । দেখে-শুনে রোবট টাইপ একটা মেয়ের সাথে বিয়ে । যাকে নাম জিজ্ঞেস করলে থার্মোডিনামিক্সের সূত্র বলবে... তুই যখন বলবি ‘আই লাভ ইউ’... তখন মেয়েটা বলবে, আইন্সটাইনের সূত্রে ভুল আছে ।

...তোর তো এমন বউই দরকার যে তোর গবেষণায় সাহায্য করবে । ” “তোরে রে... ” আমি তখন দৌড়ে পালাই । মা আমাদের কাণ্ড দেখে হাসেন । একসময় কেনা-কাটা শেষ হয় । বাড়ি ফেরা হয় ।

আমাদের আত্মীয়-স্বজনে বাড়ি পূর্ণ । তারা সবাই বাসা সাজাচ্ছে । এছাড়াও আরও নানা কাজে ব্যস্ত । আমি আর অরু একসাথে বসে আড্ডা দেই । রাতে ঘুরে বেড়াই ।

অরুর মাথায় তখন নতুন ভূত…. রাতে রাস্তায় হেঁটে হেঁটে চাঁদ দেখা । সেদিন আকাশে চাঁদটাও ছিল বেশ বড় । আজ পূর্ণিমা নাকি জিজ্ঞেস করতে গিয়ে দেখি অরু প্রায় হা করে চাঁদের দিকে তাকিয়ে আছে । ‘জোছনা-পাগল’ নামে একটা শব্দ আছে বাংলা সাহিত্যে । অরিন্দমকে দেখে আমি শব্দটার যথার্থতা পাই ।

এমনভাবে চাঁদের দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন, অজানা কোন এক আকর্ষণে অরু আটকে আছে । অরুর দেখাদেখি আমিও একসময় হা করে জোছনা গিলি । পরদিন গায়ে হলুদের অনুষ্ঠান । সকাল থেকেই অরু ব্যস্ত হয়ে গেল আলোকসজ্জার ব্যবস্থা সহ আনুষঙ্গিক অন্য সব কাজে । আর আমি একা একা বসে আকাশ দেখতে লাগলাম ।

গায়ে হলুদের সময় আমার অনেক বন্ধু, কাজিন আর অরু মিলে আমাকে নিয়ে ফাজলামি করতে লাগল । আর আমি চুপচাপ বসে বসে সব সহ্য করছিলাম । একটা সময় বাবা এসে সবাইকে চ্যাঁচামেচি কম করতে বললেন । বাবার কথায় কাজ হয় না, সবাই আরও চিৎকার করতে থাকল । সেদিন রাতে পূর্ণিমা ছিল ।

অরুর কাছ থেকে জেনেছিলাম । আমরা দুই বন্ধু আর সবার চিৎকার থেকে আলাদা হয়ে চাঁদ দেখতে ছাদে চলে গেলাম । অরু আজও তন্ময়ের মত তাকিয়ে আছে আকাশের চাঁদের দিকে । আমিও তাকিয়ে থাকি একমনে । সত্যিই...কেমন যেন একটা আকর্ষণী শক্তি আছে এই চাঁদের ।

আমরা হা করে জোছনা গিলতে থাকি । একসময় অরুই নীরবতা ভাঙ্গে । “রাহাত...তোর সাথে মনে হয় আজই আমার শেষ জোছনা দেখা । ” “শেষ মানে ? আমি কি মরে যাচ্ছি নাকি !” “বিয়ে মানেই তো দ্বিতীয় মৃত্যু । ” অরু হাসতে হাসতে বলল ।

আমিও হাসতে লাগলাম । “তাহলে তো তোকেও মেরে ফেলা দরকার । পছন্দের মেয়ে থাকলে বল । তোর বিয়ে দিয়ে দেই । ” “আমার পছন্দের কেউ থাকলে তো তুই জানতিই রে আহাম্মক ।

” একটু থেমে অরু আবার বলতে লাগল, “তোকে একটা কথা বলা হয় নাই । ” “লুকিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি ?” অবাক হওয়ার ভান করলাম আমি । অরু আবারো হাসতে লাগল, “তোর নিজের বিয়ের সময় এসে মাথার মধ্যে শুধু বিয়ের কথাই ঘুরে । ফারিয়াকে ফোন কর । ” আমি এবার চুপ মেরে গেলাম ।

চাঁদটা মেঘের আড়ালে ঢেকে গেল । আবার উদয় হল । লুকোচুরি খেলছে যেন । আমি অরুকে জিজ্ঞেস করলাম, “কি কথা বলিস নাই ?” অরু তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, “ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া থেকে আমাকে একটা স্কলারশিপের অফার করেছে তারা । ” আমার খুশিতে প্রায় বাকরোধ হয়ে গেল ।

“এইরকম ভালো একটা খবর তুই চেপে রাখিস কেন ?!” “আগামীকালই আমাকে ভিসার কাজে ঢাকা যাওয়া লাগবে । আর কালই তোর বিয়ে । তাই এতদিন কিছু বলিনি । ” সব শুনে আমি বললাম, “হুর...বিয়ে ক্যানসেল । আমার বিয়ে তে তুই না থাকলে বিয়ে করারই দরকার নাই ।

কয়েকদিন পর বিয়ে করলে কিছু হবে না । ” এরপর অরুর প্রবল আপত্তির পর ঠিক করা হল, অরু কাল বিয়ের সব অনুষ্ঠানের পর খুব ভোরে রওনা হবে । তারপর আমরা ছাদ থেকে নেমে রাতের খাবার খেতে চলে গেলাম । বিয়ের দিনটাতেও বলতে গেলে অরুই মাতিয়ে রাখল সবাইকে । কঠোর মানুষিকতা, নিয়মানুবর্তিতার মানুষ আমার বাবা ।

অরু বাবাকেও হাসিয়ে ছাড়ল । বিয়ের গেট থেকে শুরু করে রান্না-বান্নার নজরদারিও অরু একাই করল । অরুর কর্মদক্ষতা সেদিন সবাই টের পেয়েছিল । বিয়ের বাদ বাকি সব কাজ শেষে অরু রাতেই চলে যেতে চাইলো । কিন্তু আমি বাধা দেই ।

রাতের বেলা বের না হয়ে ভোর পাঁচটা-ছয়টার দিকে রওনা দিতে বলি অরুকে । সারাটা জীবন অরু আমার নানা রকম অন্যায় আবদারও হাসিমুখে পালন করে গেছে । আমার মত এই অচ্ছুতের জন্য শেষ আবদারটুকু পালন করতেও তাই আপত্তি করেনি সে । পরদিন আটটা সাঁইত্রিশ । একটা ফোন আসে আমার নাম্বারে ।

আমার সারা পৃথিবী থমকে দাঁড়িয়েছিল যেন সেই সময়টাতে । দু’পায়ে আর জোর পাইনি আমি । হাঁটু মুচড়ে পড়ে যাই । ----------------------------------------- সাতবার প্রদক্ষিণ শেষে অভিজিৎ মশাল হাতে এগিয়ে আসলেন । অরুর উপর চন্দন কাঠের টুকরোগুলো রাখা হল ।

পুরোহিতের সম্মতিতে আগুন ধরিয়ে দিলেন তিনি অরুর মুখের দিকটাতে । ... হঠাৎ-ই বৃষ্টি শুরু হল । মা আমাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন । বাবাকে কোনোদিন কাঁদতে দেখেছি বলে মনে পড়ে না; আজ বাবাও কাঁদছেন । ফারিয়াও একপাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগল ।

কাঁদছে আরও অনেকেই । কাঁদছে আকাশের মেঘ । শুধু কাঁদছি না আমি । এক সময়কার ছিঁচকাঁদুনে আমি ... আজ কাঁদতে পারছি না । আমি একমনে অরুর পুড়তে থাকা দেহটার দিকে তাকিয়ে আছি ।

বৃষ্টিতে আগুন কমছে না । বাতাস পেয়ে আরও বাড়ছে মনে হচ্ছে । আগুনের শিখাটার দিকে আমার নানারকম কথা মনে হতে লাগল । মনে হচ্ছিল, এই পুরো বিশ্ব-ব্রহ্মাণ্ডের একদিন সৃষ্টি হয়েছিল শূন্য থেকে । আমাদের ফিরেও যেতে হবে একদিন এই শূন্যের পথে ।

দুইটা শূন্যের মাঝে আমরা বাস করছি । এই জীবনের কোন মূল্য নেই । একটুও মূল্য নেই । তা নাহলে, যে মানুষটার কারণে আমি জীবনে সবচেয়ে বেশী খুশি হতাম, যার মুখ না দেখে আমার ঘুম ভাঙ্গত না ...যে ছেলেটার কারণে আজ আমি এই অবস্থানে প্রতিষ্ঠিত – আজ সেই মানুষটাকেই কেন সৃষ্টিকর্তা বেছে নিবেন ‘ফিরে না আসার দেশ’ এ পাঠাতে ? এই জীবনের তো কোন মূল্যই নেই । নেই নেই...একটুও নেই ।

আমি আস্তে আস্তে অরুর দিকে যেতে লাগলাম । আমার কেন যেন মনে হচ্ছিল অরু এখনি উঠে আসবে । আবার আমার সাথে হাসিমুখে কথা বলবে । আমাকে ধরে বলবে আমি যা দেখছি সব ভুল । সব দুঃস্বপ্ন ।

অরু মারা যায় নি । অরু আগের মতই আছে । পূর্ণিমা রাতে আমরা দুই বন্ধু আবার একসাথে জোছনা গিলব । রাত জেগে লাইট জালিয়ে লেখাপড়া করার জন্য অরুকে গালাগাল করব । ভার্সিটির ক্যান্টিনে খেয়েদেয়ে অরুর হাতে বিল ধরিয়ে দিয়ে পালাব ।

অফিসে কাজের ফাঁকে ফাঁকে আমরা ফোনে আড্ডা দিব । কিন্তু... না । অরু উঠে আসে না । আমার ঘোর ভাঙ্গে । নিজের আবেগের কাছে পরাজিত হই আমি ।

চিৎকার করে বলতে থাকি, “অরু দোস্ত ... তুই উঠে আয় । আমার জ্বর হলে তুই ছাড়া আর কে রাত জেগে আমার মাথায় পানি ঢালবে ? তুই ছাড়া আর কে আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবে ? নিজে অসুস্থ থেকেও কে হাসিমুখে আমার সব আবদার মেনে নিবে ? ... অরু............দোস্ত......... তুই উঠে আয় । তুই সবাইকে বল, যে তুই আমাকে এভাবে কাঁদিয়ে চলে যেতে পারিস না ... দোস্ত......... তুই...” আর বলতে পারি না আমি । আমার কণ্ঠস্বর জড়িয়ে যায় । আমি শুধু তাকিয়েই থাকি ।

ছেলেটার নাম ছিল অরিন্দম । অরিন্দম সাহা । আর কখনোই তাকে কেউ অরু বলে ডেকে উঠবে না । [......অরু উঠে আসে নি । প্রকৃতির কান্নার সাথে রাহাতের সেই আর্ত-চিৎকার মিশে যায় ।

রাহাত তাকিয়ে থাকে অরুর পুড়ে যাওয়া দেহটার দিকে । শেষ বিকালের বৃষ্টি মুছে দিতে চায় যেন সবার চোখের অশ্রু । এতোগুলো মানুষকে কাঁদিয়ে যে মানুষটা চলে গেল, তাকে আর কখনোই পাওয়া যাবে না...কক্ষনোই না । বড়ই অদ্ভুত এই পৃথিবী । ......... ] পরদিন দেশের প্রায় সবগুলো জাতীয় পত্রিকার প্রথম পাতার নিচের দিকে প্রকাশিত হয়: “ঘাতক ট্রাক কেড়ে নিলো মেধাবী অরিন্দমের প্রাণ” ~সমাপ্ত~ (গল্পটা লেখার সময় প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধু রিফাত আদিল এবং সুদীপ্ত দাস এর প্রতি ।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।